বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Kali Puja: দিনহাটায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বুর্জ খলিফা, মাথায় হাত উদ্যোক্তাদের

Kali Puja: দিনহাটায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বুর্জ খলিফা, মাথায় হাত উদ্যোক্তাদের

বুর্জ খলিফার আদলে তৈরি মণ্ডপ ভেঙে পড়ল দিনহাটায়।

আলিপুরদুয়ারেও এদিন ঝোড়ো হাওয়ার দাপটে একটি প্যান্ডেলের একাংশ ভেঙে পড়ে। এই ঘটনায় কার্যত আকাশ ভেঙে পড়েছে পুজো উদ্যোক্তাদের উপর।

কোচবিহারের দিনহাটায় ভেঙে পড়ল বুর্জ খলিফা। একেবারে হুড়মুড় করে বিশাল আকারের মণ্ডপের উপরের অংশ ভেঙে পড়ে। দমকা হাওয়ায় মণ্ডপের একাংশ ভেঙে পড়ে। সূত্রের খবর, দিনহাটার মহাকালহাট দয়ার সাগর ক্লাবে এবার বুর্জ খলিফার আদলে তৈরি হয়েছিল মণ্ডপ। তিল তিল করে মণ্ডপটি তৈরি করা হয়েছিল। কিন্তু ঝোড়়ো হাওয়ার দাপটে সব শেষ। সোমবার সন্ধ্যাতেই সেই মণ্ডপ উদ্বোধনের কথা ছিল। কিন্তু তার আগেই ভেঙে পড়ল মণ্ডপ।

আচমকা এই ঘটনায় মন খারাপ পুজো উদ্যোক্তাদের। কীভাবে পরিস্থিতির সামাল দেওয়া হবে তা কিছুতেই ভেবে পাচ্ছেন না উদ্যোক্তারা। ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই প্যান্ডেল ভেঙে পড়ার ভিডিয়ো।

এক পুজো উদ্যোক্তা বলেন, হঠাৎ করেই ঝড় আসল। আমাদের প্যান্ডেল ভেঙে পড়ল। তবে প্যান্ডেলটিকে আবার আগের জায়গায় ফেরাতে সবরকম চেষ্টা করছি। প্রকৃতির উপর তো আমাদের হাত নেই। 

এদিকে আলিপুরদুয়ারেও এদিন ঝোড়ো হাওয়ার দাপটে একটি প্যান্ডেলের একাংশ ভেঙে পড়ে। এই ঘটনায় কার্যত আকাশ ভেঙে পড়েছে পুজো উদ্যোক্তাদের উপর।

এদিকে ইতিমধ্যেই চোখ রাঙাচ্ছে সিত্রাং। বাংলার সমুদ্র তীরবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার দাপট। আর তার মধ্যেই বাংলায় একের পর এক মণ্ডপ ভেঙে পড়ার ঘটনা।

বন্ধ করুন