HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > দাবি ছিল ১৪%, টানাপোড়েনের পর ১১% বোনাস চা বাগানের শ্রমিকদের!

দাবি ছিল ১৪%, টানাপোড়েনের পর ১১% বোনাস চা বাগানের শ্রমিকদের!

ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার কোহিনুর চা বাগানে শ্রমিকদের বোনাস না মেলায় মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা অবস্থান শুরু করেন। মালিক পক্ষের তরফে শ্রমিকদের জানানো হয়, ১১ শতাংশ বোনাস দেওয়া হবে। যদিও কবে বোনাস দেওয়া হবে সেবিষয়ে স্পষ্ট ভাবে জানানো হয়নি।

পুজোর আগে চা শ্রমিকরা বোনাস পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)

বোনাস নিয়ে বেশ কয়েকটি চা বাগানে শ্রমিক এবং মালিকপক্ষের অসন্তোষ চলছিল। অবশেষে শ্রমিকদের দাবি মেনে নিয়েছে অনেক চা বাগান কর্তৃপক্ষ। যদিও সেই বোনাস শ্রমিকদের দাবির থেকে কম বলে অভিযোগ উঠেছে। তা সত্ত্বেও পুজোর মুখে বোনাস পাওয়ায় খুশি চা শ্রমিকরা। আলিপুরদুয়ারের কোহিনুর চা বাগান, জলপাইগুড়ির বানারহাটের চামুর্চি চা বাগান, মালবাজার ব্লকের সাইলি চা বাগান কর্তৃপক্ষ বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে। বোনাস দেওয়ার কথা ঘোষণার পরেই শ্রমিকরা পুনরায় কাজ শুরু করেছেন।

আরও পড়ুন: বৈঠকে সিদ্ধান্ত হলেও, চা বাগানে বোনাস নিয়ে দ্বন্দ্ব তৃণমূল শ্রমিক সংগঠনেই

ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার কোহিনুর চা বাগানে শ্রমিকদের বোনাস না মেলায় মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা অবস্থান শুরু করেন। মালিক পক্ষের তরফে শ্রমিকদের জানানো হয়, ১১ শতাংশ বোনাস দেওয়া হবে। উল্লেখ্য, বোনাস নিয়ে বিক্ষোভের জেরে বানারহাটের চা বাগানে ১৪ অক্টোবর থেকে থেকে কাজ হয়ে যায়। ১৬ অক্টোবর জলপাইগুড়ি প্রশাসনের উদ্যোগে মালিক ও শ্রমিকদের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে ১৪ শতাংশ বোনাসের দাবি জানান শ্রমিকরা। কিন্তু, মালিকপক্ষ জানিয়ে দেয় ১১ শতাংশের বেশি বোনাস দিতে পারবে না। শেষমেশ তা মেনে নেন শ্রমিকরা। যদিও শ্রমিক সংগঠনের তরফে জানানো হয়েছে, ১৪ শতাংশ বোনাস দেওয়া হবে। প্রথমে ১১ শতাংশ দেওয়া হবে। পরে তিন শতাংশ মিটিয়ে দেওয়া হবে।

অন্যদিকে, মালবাজার ব্লকের সাইলি চা বাগানেও বোনাস নিয়ে আন্দোলন চলছিল। সেক্ষেত্রে ১৫ শতাংশ বোনাস দেওয়ার সম্মতি জানিয়েছে মালিকপক্ষ। তবে নতুন করে ক্যারন ও সামসিং বাগান বন্ধ হয়েছে। নাগরাকাটার ক্যারনের মালিকপক্ষ ১০ শতাংশের বেশি দিতে রাজি হচ্ছেন না। তবে শ্রমিকরা ১৯ শতাংশ বোনাসের দাবি জানাচ্ছেন। জানা যায়, সোমবার গভীর রাতে মালিক বাগান ছেড়ে চলে যান। মেটেলি ব্লকের সামসিং বাগানও বন্ধ রয়েছে। মালিকপক্ষ বাগান আর চালাতে পারছেন না বলে জানিয়ে জলপাইগুড়ি জেলা প্রশাসনকে জানিয়েছেন। এই অবস্থায় ওই দুই চা বাগানের প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক অনিশ্চয়তার মুখে পড়েছেন।

অন্যদিকে, কালচিনি ব্লকের দল সিংপাড়া চা বাগানেও শ্রমিক অসন্তোষ চলছে। মঙ্গলবার বাগান কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে গিয়েছে। যার ফলে দুর্গাপুজোর আগে জীবিকা নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন শ্রমিকরা। সেখানে পুজোর মণ্ডপ তৈরির কাজও বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতে এনে কিডনি পাচার! পুলিশি জালে ৩ মৃত্যুর পর পূর্ণ হবে পরাণের ইচ্ছে!মজার ছলে কোন গল্প বলতে আসছেন ইন্দ্রনীল-অনির্বণ আফগান ও মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের যোগাযোগে গেম চেঞ্জার হবে চাবাহার? ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরে প্রয়াত সুশীল মোদী, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর মে'র শেষ ও জুনের শুরু মিলিয়ে ৭ দিন মদ মিলবে না কলকাতায়! কবে, কবে? রইল তালিকা গুজরাটের সর্বনাশে পৌষমাস KKR-এর, মাঠে না নেমেই প্রথম কোয়ালিফায়ারে নাইট রাইডার্স মেয়ের কৃতিত্বে মাকে ‘রত্নগর্ভা’ পুরস্কার! গর্বিত মিমি লিখলেন, 'সেরা মুহূর্ত...' বাংলাদেশেই অভিষেক হয়েছিল, সেই দেশে খেলতে এসেই T20 থেকে অবসর নিলেন শন উইলিয়ামস ২০২৪ সালেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড-বাংলাদেশ তোয়ালে মোড়ানো একরত্তি, জন্মের পর কেমন দেখতে ছিল দেবী? প্রকাশ্যে আনলেন বিপাশা

Latest IPL News

গুজরাটের সর্বনাশে পৌষমাস KKR-এর, মাঠে না নেমেই প্রথম কোয়ালিফায়ারে নাইট রাইডার্স IPL 2024: কোহলির সঙ্গে কোথায় মন কষাকষি? দিব্যি হাসিমুখে হাত মেলালেন সৌরভ- ভিডিয়ো বৃষ্টিতে যথা সময়ে শুরু হয়নি ম্যাচ, খেলা ভেস্তে গেলেই বিরাট ক্ষতি শুভমন গিলদের দল হারল কী জিতল, তুমি তো ৪০০ কোটি আয় করছ! লোকেশের পাশে থেকে গোয়েঙ্কাকে তোপ বীরুর সূর্যকুমার যাদবকে নিয়ে এখনও আফসোস করেন KKR এর প্রাক্তন ক্যাপ্টেন গৌতম গম্ভীর ও কিন্তু সোজা দৌড়তে গিয়ে উইকেট আড়াল করেনি… জাদেজার পাশে দাঁড়ালেন CSK কোচ এখনও সিএসকে-র সদস্য রায়না, হাতে র‍্যাকেট তুলে দিয়ে বোঝালেন ধোনি, মুগ্ধ নেটপাড়া দুর্ভাগ্যজনক ভাবে ম্যাকগার্ক রানআউট হতেই,উন্মত্ত সেলিব্রেশনে মাতলেন কোহলি-ভিডিয়ো IPL প্লে-অফে একইসঙ্গে উঠতে পারে CSK ও RCB! কোন অঙ্কে ধোনি ও বিরাটের হাসি ফুটবে? T20 WC-এর দলে জায়গা পাওয়ার আশা হয়তো ম্যাকগার্ক নিজেও করেনি- দাবি পন্টিংয়ের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ