বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > এক মাসের শিশুসন্তানকে বঁটি দিয়ে গলা কেটে খুন করলেন মা

এক মাসের শিশুসন্তানকে বঁটি দিয়ে গলা কেটে খুন করলেন মা

সন্তানহন্তা মা জয়ন্তী ভৌমিক।

পরিবারসূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে বিয়ে হয়েছিল বধূর। শিশুটির বয়স ৩৩ দিন। খবর পেয়ে পুলিশ এসে মাকে জেরা করলে অসংলগ্ন কথা বলতে থাকেন তিনি। পরিবারের দাবি, মহিলা মানসিক ভারসাম্যহীন।

এক মাসের শিশুকন্যাকে বঁটি দিয়ে গলা কেটে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। ঘটনা নদিয়ার হরিণঘাটার মহাদেবপুরের। শুক্রবার বাড়ির শৌচাগার থেকে শিশুটির রক্তাক্ত দেহ উদ্ধার করেন স্থানীয়রা। পরে পুলিশ এসে সন্তানহন্তা মা-কে গ্রেফতার করে।

প্রতিবেশীরা জানিয়েছেন, শুক্রবার সকাল থেকেই শিশুটির খোঁজ মিলছিল না। পরিবার ও প্রতিবেশীরা বাড়ির শৌচাগারের পাশে শিশুটির মুণ্ডহীন দেহ দেখতে পান। মুন্ডুটি মেলে শৌচাগারে। প্রতিবেশীদের দাবি, সকালে বঁটি দিয়ে গলা কেটে শিশুটিকে হত্যা করেছে মা জয়ন্তী ভৌমিক।

পরিবারসূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে বিয়ে হয়েছিল বধূর। শিশুটির বয়স ৩৩ দিন। খবর পেয়ে পুলিশ এসে মাকে জেরা করলে অসংলগ্ন কথা বলতে থাকেন তিনি। পরিবারের দাবি, মহিলা মানসিক ভারসাম্যহীন।

পুলিশ এসে ধড় ও মুণ্ড উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। হরিণঘাটা থানা সূত্রে জানানো হয়েছে, ধৃত জয়ন্তী ভৌমিককে আদালতে পেশ করা হবে। তিনি সত্যিই মানসিক ভারসাম্যহীন কি না। না কি এই খুনের পিছনে অন্য কোনও কারণ রয়েছে তদন্ত করে দেখবে পুলিশ।

 

বন্ধ করুন