বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বেলুড় মঠ থেকে শান্তিনিকেতন, বাংলার সোনালী অতীতকে স্মরণ করলেন রাষ্ট্রপতি

বেলুড় মঠ থেকে শান্তিনিকেতন, বাংলার সোনালী অতীতকে স্মরণ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফাইল ছবি (ANI Photo) (ANI/PIB)

সব মিলিয়ে বাংলার সঙ্গে জড়িয়ে থাকা মহান ব্যক্তিত্বদের তিনি বার বার স্মরণ করেছেন। কলকাতার অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, সত্যজিৎ রায়, উত্তম কুমারকে ভুলতে পারে। সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রীড়া প্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন।

বিশ্বভারতীতে রাষ্ট্রপতির সফরকে ঘিরে কড়া নিরাপত্তার চাদর। বিশ্বভারতীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কবিগুরুর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তিনি। বিশ্বভারতীতেই মধ্য়াহ্ন ভোজন সারেন। মঙ্গলবার দুপুরেই তিনি এসেছেন বিশ্বভারতীতে। নিরাপত্তার কোথাও যাতে কোনও ফাঁক না থাকে সেব্যাপারে সদা তৎপর পুলিশ। গোটা এলাকায় কড়া নজর রাখছে পুলিশ। রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার পরে তিনি এই প্রথম বাংলায় এলেন। কলকাতাতেও এসেছিলেন তিনি। সেখানে বাংলার মহান ব্যক্তিত্বদের স্মরণ করেন তিনি। এখানকার ভাষা অত্যন্ত মিষ্টি বলেও উল্লেখ করেন তিনি। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে স্বাগত জানান।

এদিকে কলকাতায় থাকাকালীনও রাজভবনে নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেখানে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীও গিয়েছিলেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বামফ্রন্টের শীর্ষ নেতা বিমান বসু প্রমুখ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বও উপস্থিত ছিল বলে খবর। তবে সূত্রের খবর, রাজভবনের নৈশভোজের মেনুতেও ছিল নিরামিষের নানা পদ। কলকাতার একটি প্রখ্য়াত হোটেল থেকে এখানে ক্যাটারিংয়ের ব্যবস্থা করা হয়েছিল বলে খবর।

সোমবার কলকাতায় নানা কর্মসূচি ছিল রাষ্ট্রপতির। এরপর মঙ্গলবার সকালে তিনি বেলুড় মঠে যান। রাষ্ট্র্রপতির আগমন উপলক্ষ্য়ে একেবারে সাজো সাজো রব ছিল বেলুড় মঠে। রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। মঠের প্রবীন সন্ন্যাসীরা তাঁকে স্বাগত জানান। মঠের পক্ষ থেকে নানা সামগ্রী তাঁর হাতে তুলে দেওয়া হয়। প্রসাদী শাড়ি, ফল, ফুল তাঁর হাতে তুলে দেওয়া হয়। বেলুড় মঠে এসে মুগ্ধ রাষ্ট্রপতি।

 এরপর তিনি দুপুরে হেলিকপ্টারে বীরভূমে যান। সেখানে মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি। কী ছিল সেই মেনুতে? অনেকটাই বাঙালিয়ানার ছাপ ছিল সেই মেনুতে। সূত্রের খবর, সেই মেনুতে ছিল ভাত ও রুটি, গ্রিন স্যালাড, ঝুরি ঝুরি করে মুচমুচে আলুভাজা, ভেজ ডাল, পটলের দোরমা, ভেন্ডি ভাপা, মাশরুম মশালা, মিষ্টি ও দই ছিল মেনুতে। 

সব মিলিয়ে বাংলার সঙ্গে জড়িয়ে থাকা মহান ব্যক্তিত্বদের তিনি বার বার স্মরণ করেছেন। কলকাতার অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, সত্যজিৎ রায়, উত্তম কুমারকে ভুলতে পারে। সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রীড়া প্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন। সফলতার শিখরে পৌঁছে যাওয়ার পরেও বঙ্গবাসী নিজেদের শিকড়কে ভোলেন না।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

'আশ্বিনে রাঁধে, কার্তিকে খায়…' সংক্রান্তির আগেই জেনে নিন গাড়ুর ডালের রেসিপি মেয়ের সামনেই স্ত্রীকে মারধর, শ্লীলতাহানি, প্রাক্তনের অভিযোগে গ্রেফতার অভিনেতা আসছে শারদ পূর্ণিমা, এই দিনের বিশেষ শুভ সংযোগ কোন রাশির উপর কী প্রভাব ফেলবে ফের দুষ্কৃতীদের নিশানায় বন্দে ভারত, ঝাড়খণ্ডে ট্রেনে পাথর বৃষ্টি শোষণকারী থাকলে সেই দেশের উন্নতি হয় না, সেটা বুঝিয়ে নোবেল পেলেন ৩ অর্থনীতিবিদ রাস্তা দিয়ে ছুটছে চালকহীন জ্বলন্ত গাড়ি, দেখুন ভাইরাল সেই ‘ভুতুড়ে’ ভিডিয়ো হেঁটে হেঁটে পায়ে ব্য়থা? পেইনকিলার নয়, ঘরোয়া উপায়েই চটজলদি কমান যন্ত্রণা ‘নগ্ন….’, খলিস্তানি ইস্যুতে ট্রুডোকে তুলোধোনা ভারতের, পাকিস্তানকে এরকম ভাষায় বলে রতন টাটা থেকে বিল গেটস, আজও কেউ অতিক্রম করতে পারেননি জামশেদজিকে! কীভাবে? IND v AUS: মাঠে ভেঙে পড়লেন হরমন, মুখ ঢাকলেন স্মৃতি! কেমন ছিল ভারতের সাজঘরের ছবি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.