পথ দুর্ঘটনায় একসঙ্গে মৃত্যু হল দু’জনের। নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাটাডোর ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা লরির পিছনে। ঘটনায় মৃত্যু হয়েছে দুই খালাসির। আশঙ্কাজনক একজন। মৃত দু’জন ম্যাটাডোরের দুই খালাসি। আজ, সোমবার সকালে ডোমজুড়ের পাকুরিয়া ব্রিজের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় জখম ম্যাটাডরের চালক। তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।
ঠিক কী ঘটেছে ডোমজুড়ে? স্থানীয় সূত্রে খবর, আজ, সোমবার সকালে মালবোঝাই একটি ম্যাটাডোর ডানকুনির দিকে আসছিল। কিন্তু হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যে চলন্ত লরির পিছনে ধাক্কা মারে ম্যাটাডরটি। এই দুর্ঘটনায় ম্যাটাডরের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আটকে পড়েন ম্যাটাডরের ড্রাইভার এবং দুই খালাসি। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আসে পুলিশও। গ্যাস কাটারের সাহায্যে দুই খালাসির দেহ বের করা হয়। চালকের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উদ্ধার করে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, আজ, সোমবার সকালে পাকুড়িয়া ব্রিজের কাছে একটি দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে সুপারি বোঝাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ম্যাটাডোর। ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে সেটি যাচ্ছিল ডানকুনির দিকে। দুর্ঘটনার জেরে দুমড়ে ম্যাটাডোরটি। ভিতরে আটকে পড়েন চালক–সহ দুই খালাসি। ভয়াবহ দুর্ঘটনা দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেন ডোমজুড় থানায়। পুলিশ এসে গ্যাসকাটার দিয়ে ম্যাটাডোরের দুমড়ে যাওয়া অংশ কেটে উদ্ধার করেন চালক–সহ দুই খালাসিকে। রক্তাক্ত অবস্থায় পাঠানো হয় ডোমজুড় গ্রামীণ হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসকরা দুই খালাসিকে মৃত বলে ঘোষণা করেন।
আর কী জানা যাচ্ছে? জানা গিয়েছে, মৃত একজনের নাম দীপ বাগ। তিনি পূর্বপাড়া কলকাতার বাসিন্দা। আরও একজন মৃতের পরিচয় এখনও জানা যায়নি। তবে যে লরিতে ধাক্কা লেগেছিল, তার চালক লরি নিয়ে চলে গিয়েছে। পুলিশের অনুমান, ম্যাটাডোর চালকের ভুলেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে উদ্ধারকার্য শেষ করার পরেই ক্রেন দিয়ে সরিয়ে নিয়ে যায় ম্যাটাডোরটি।