HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > পথ দুর্ঘটনায় একসঙ্গে তিনজনের মৃত্যু, সাতসকালে ডোমকলে মর্মান্তিক ঘটনায় আলোড়ন

পথ দুর্ঘটনায় একসঙ্গে তিনজনের মৃত্যু, সাতসকালে ডোমকলে মর্মান্তিক ঘটনায় আলোড়ন

আজ, শনিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয় মানুষজন তিনটি দেহ পড়ে থাকতে দেখেন। তাঁরাই খবর দেন ডোমকল থানায়। তখন ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় ডোমকল থানার পুলিশ। দেহগুলি উদ্ধার করে ডোমকল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠালে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃত তিনজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

পথ দুর্ঘটনায় তিনজন যুবকের মৃত্যু হয়েছে।

আজ, শনিবার সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিনজন যুবকের মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদের ডোমকলের এই পথ দুর্ঘটনায় শিউরে উঠেছেন স্থানীয় মানুষজন। রাজ্য সড়কের উপর এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একসঙ্গে তিনজনের। যা দেখে জোর চর্চা শুরু হয়েছে। আজ, শনিবার ভোরবেলা ডোমকল জলঙ্গি রাজ্য সড়কের উপর মেহেদি পাড়া মোড় সংলগ্ন এলাকায় এই পথ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মোটরবাইক দুর্ঘটনাতেই তাঁদের মৃত্যু হয়েছে। কিন্তু কখন এই দুর্ঘটনা ঘটেছে সেটা জানতে পারেনি।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ স্থানীয় সূত্রে খবর, এদিন একই মোটরবাইকে সওয়ার হয়ে তিনজন জলঙ্গির দিকে যাচ্ছিলেন। তখন কোনওভাবে নিয়ন্ত্রণ হারায় মোটরবাইক। তাতেই চালক–সহ তিনজনের ঘটনাস্থলে মৃত্যু হয়। ওই মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি খেঁজুর গাছে ধাক্কা মারে। তার জেরে নীচে জঙ্গলের মধ্যে গর্তে পড়ে যায়। তাই কখন দুর্ঘটনা ঘটেছে কেউ জানে না। সারারাত বৃষ্টি হয়েছে। রাস্তায় লোকজন কম ছিল। শনিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে এই মৃতদেহগুলি দেখতে পান বাসিন্দারা। যা দেখে সবাই শিউরে ওঠেন।

তারপর ঠিক কী ঘটেছে?‌ মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় রাস্তাতেই লুটিয়ে পড়েন তিনজন। সম্ভবত ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল তিনজনের। রাস্তার ধারে নয়নজুলিতে পড়েছিল তাঁদের দেহ। আজ সকালে স্থানীয় বাসিন্দারা ওই মৃতদেহ ও মোটরবাইকটি উদ্ধার করেন। দ্রুত বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন ডোমকলের আইসি জ্যোতির্ময় বাগচি। অকুস্থল পরিদর্শন করার পর মৃতদেহ উদ্ধার করে ডোমকল মহকুমা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য দেহগুলি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:‌ কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই তুমুল ঝগড়া সুকান্ত–শুভেন্দুর, আঁচ পড়ল প্রতিবাদ মিছিলে

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, আজ, শনিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয় মানুষজন তিনটি দেহ পড়ে থাকতে দেখেন। তাঁরাই খবর দেন ডোমকল থানায়। তখন ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় ডোমকল থানার পুলিশ। দেহগুলি উদ্ধার করে ডোমকল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠালে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃত তিনজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তাঁরা হলেন— শরিফুল মণ্ডল (২১), মুস্তাহিদ মণ্ডল (১৯) এবং সেন্টু মণ্ডল (৩১)। তাঁরা প্রত্যেকেই মুর্শিদাবাদের জলঙ্গি থানার ঝাউদিয়া মধ্যপাড়ার বাসিন্দা। ডোমকল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর নুরাবুল ইসলাম জানান, বেপরোয়া গতিতে মোটরবাইক চালানোর জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। ডোমকল–করিমপুর রাস্তা নতুনভাবে নির্মাণের কাজ চলছে।

বাংলার মুখ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল আর্সালান-এর আগে-পরে শব্দ জুড়ে বিরিয়ানির দোকান চালানো যাবে না: কলকাতা হাইকোর্ট ধুতি-পাঞ্জাবিতে বাঙালি বাবু! সুরুচি সংঘে অরূপের সঙ্গে ঢাক বাজালেন ব্রায়ান লারা পুজোয় দিনভর বাইরে খাওয়া দাওয়া? পেট ভালো রাখতে পাতে রাখুন এই খাবারগুলি রতন থেকে সইফুল্লাহ! বাংলাদেশে চাকরি বাঁচাতে ধর্ম বদল, নথি দেখালেন তসলিমা বায়ুসেনার অনুষ্ঠানে চরম অব্যবস্থা, চেন্নাইয়ে প্রবল ভিড় ও গরমে মৃত ৫, অসুস্থ ১০০ অবিশ্বাস্য নো-লুক শটের পরেই ব্যাট উড়ল হার্দিকের হাত থেকে, বাউন্ডারির বাইরে বল কলকাতায় বাংলাতেই লেখা হোক সাইনবোর্ড, ধ্রুপদী স্বীকৃতির পরে নতুন করে ভাবছে পুরসভা পটাশপুরে মৃতার ময়নাতদন্তে অখুশি গোটা পরিবার, দেহ নিতে অস্বীকার, মামলার হুমকি IND vs BAN 1st T20I: ৪৯ বল বাকি থাকতেই জয়! নতুন ইতিহাস লিখল সূর্যকুমারের ভারত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ