বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ছবি বিকৃত করে তৈরি ব্লু ফিল্ম, মোটা অঙ্কের টাকা চেয়ে হুমকি তৃণমূল বিধায়ককে

ছবি বিকৃত করে তৈরি ব্লু ফিল্ম, মোটা অঙ্কের টাকা চেয়ে হুমকি তৃণমূল বিধায়ককে

উদয়ন গুহ। (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)

তৃণমূলের প্রথমসারির নেতা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি হল—তাঁর ছবি বিকৃত করে নীলছবি বানানো হয়েছে।

তৃণমূল কংগ্রেসের প্রথমসারির নেতা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি হল—তাঁর ছবি বিকৃত করে নীল ছবি বানানো হয়েছে। এই অভিযোগে তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য–রাজনীতি। কারণ সাইবার ক্রাইমের শিকার দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। আর ভিডিয়ো কলের মাধ্যমে তাঁর ছবি সংগ্রহ করে, তা ব্লু ফিল্ম করা হয়েছে বলে অভিযোগ। এমনকী এই নিয়ে তাঁকে ব্ল্যাকমেল করা হচ্ছে। কোচবিহার থানায় এই মর্মে অভিযোগ দায়ের করে সাংবাদিকদের সামনে গোটা বিষয়টি প্রকাশ্যে এনেছেন বিধায়ক। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দিনহাটার বিধায়ক উদয়ন গুহ দলকে অস্বস্তিতে ফেলে বারবারই নানারকম মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি কলকাতায় দলের নেতৃত্বের প্রতি তোপ দেগে ফেসবুকে পোস্ট করেন। তারপর একটি নম্বর থেকে ফোন আসে আর সেখান থেকে ছবি সংগ্রহ করে এই নীল ছবির ভিডিয়ো তৈরি করা হয়েছে। ফোনটি ভিডিয়ো কল ছিল বলে অভিযোগ। তিনি দিনহাটা মিউনিসিপ্যালিটির প্রশাসক পদে রয়েছেন। যে ফোন করেছিল, সে মোটা অঙ্কের টাকা দাবি করে হুমকি দিয়েছিল। এই নীল ছবির ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হবে বলেই হুমকি দেওয়া হয়েছিল।

কোচবিহার থানায় অভিযোগ দায়ের করার পর তিনি বলেন, ‘‌পুলিশ এখন নানাভাবে প্রচার করছে যে কোনও ভিডিয়ো কল এলে তা থেকে সাবধান হতে। কারণ, ভিডিয়ো কল গ্রহণ করলে তাঁর ছবি সংগ্রহ করে তা দিয়ে ব্লু–ফিল্ম তৈরি করা হচ্ছে। এই ঘটনার শিকার আমি নিজে। আমায় ভিডিয়ো কল করে টাকা চাওয়া হচ্ছে। বলা হচ্ছে যে টাকা না দিলে নাকি ওসব ব্লু–ফিল্ম প্রকাশ করে আমার ভাবমূর্তি নষ্ট করা হবে।’‌

এই কাজে কারা জড়িত থাকতে পারে বলে সন্দেহ? উদয়ন গুহ বলেন, ‘‌আমাকে হুমকি ফোনে বলা হয়েছে যে বিধায়ক তো দূরের কথা, এরপর আর আমি সরপঞ্চও হতে পারব না। এই ‘সরপঞ্চ’ কথাটা শুনে আমি বুঝলাম যে এরা বাংলার কেউ নয়। বাইরের কেউ এসব কাণ্ডে জড়িত এবং এটা একটা বড় চক্র।’‌ কোচবিহারের পুলিশ সুপার কে কান্নান বলেন, ‘‌পশ্চিমবঙ্গের বাইরে থেকে এই ব্ল্যাকমেলের ফোন এসেছিল। তদন্ত চলছে।’‌

বন্ধ করুন