ছাত্রকে চড় মারায় পালটা স্টাফ রুমে ঢুকে শিক্ষকদের মারধরের অভিযোগ অভিভাবকদের বিরুদ্ধে। ঘটনা হাওড়ার শ্যামপুরের নওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠের। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। অভিযোগের প্রেক্ষিতে ছাত্রের মামা শেখ বিলালসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও ২ দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চলছে।
সোমবার দশম শ্রেণির খ বিভাগে ক্লাস চলাকালীন এক ছাত্র অন্যদের উত্যক্ত করছিল বলে অভিযোগ। তখন ইংরাজির শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস তাকে ক্লাস থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন। কিন্তু ছাত্রটি কথা শোনেনি। এর পর তাকে কান ধরে উঠবস করতে বলেন শিক্ষক। কয়েকবার কান ধরে উঠবস করেই থেমে যায় ছাত্র। এর পর প্রসেনজিৎবাবু অবাধ্যতার জন্য ছাত্রটিকে একটি চড় মারেন। বিষয়টি তখনকার মতো মিটে গেলেও। টিফিনের বিরতিতে হঠাৎ স্কুলের স্টাফ রুমে ঢুকে পড়ে ৪ – ৫ জন দুষ্কৃতী। তাদের মধ্যে ছিল ওই ছাত্রের মামা শেখ বিলাল।
অভিযোগ, দুষ্কৃতীরা ইংরাজির শিক্ষক প্রসেনজিৎবাবুকে ব্যাপক মারধর করেন। খাবার খেতে খেতে এই হামলার মুখে হতচকিত হয়ে পড়েন তিনি। অন্য শিক্ষকরা তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন। গোটা ঘটনা ধরা পড়ে সিসিটিভিতে।
এখানেই শেষ নয়, স্টাফ রুম থেকে বেরনোর সময় স্কুলের বাইরে বেরোলে শিক্ষকদের প্রাণনাশের হুমকি দেয় দুষ্কৃতীরা। শিক্ষকদের মারধরের ভিডিয়ো ভাইরাল হয় এলাকায়। এর পরই ঘটনার প্রতিবাদে সামিল হন অভিভাবক ও প্রাক্তন ছাত্ররা। অবশেষে শ্যামপুর থানায় অভিযোগ জানায় স্কুল কতৃপক্ষ। অভিযোগের প্রেক্ষিতে শেখ বিলালসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও ২ দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চলছে।