বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Maldah: রিভালভার উঁচিয়ে তেড়ে গিয়েছিলেন এস আই, ক্লোজ করলেন পুলিশ সুপার

Maldah: রিভালভার উঁচিয়ে তেড়ে গিয়েছিলেন এস আই, ক্লোজ করলেন পুলিশ সুপার

রিভালভার নিয়ে সেই এস আই

যেদিন এই ঘটনাটি ঘটেছিল সেদিন দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে ১০টি বাড়ি ভাঙচুর হয়। আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়ে যান অনেকে।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে রিভালভার উঁচিয়ে তাড়া করেছিলেন মানিকচক খানার এস আই সমীর সাহা। তৃণমূল নেতাদের উদ্দেশ্যে কটূক্তিও করেন তিনি। এই ঘটনার পর পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব তাঁকে ক্লোজ করার নির্দেশ দিয়েছেন।

ঘটনার সূত্রপাত গত ২৮ মে। মানিকচক থানা এলাকার গোপালপুর বালুপুর এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বোমাবাজিও হয়। মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ শরিফ উদ্দিনের সঙ্গে বিবাদ বাধে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা নাসিরের। ক্রমশই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। সেইসময় ঘটনাস্থলে ছিলেন মানিকচক থানার সাব ইনস্পেকটর সমীর সাহা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে মেজাজ হারিয়ে ফেলেন তিনি। রিভালভার উঁচিয়ে তেড়ে যান তৃণমূল নেতাদের দিকে। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে অপশব্দও প্রয়োগ করেন।

এই ঘটনার পরই শাস্তির মুখে পড়তে হল ওই পুলিশ অফিসারকে। জানা গিয়েছে, ওই পুলিশ অফিসারকে ক্লোজ করা হয়েছে। এই বিষয়ে কেউই অবশ্য প্রকাশ্যে কোনও মন্তব্য করছে না। যদিও পুলিশ মহলের একাংশের মত, অশালীন মন্তব্যের জন্যই ওই পুলিশ অফিসারকে ক্লোজ করা হতে পারে। উল্লেখ্য, যেদিন এই ঘটনাটি ঘটেছিল সেদিন দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে ১০টি বাড়ি ভাঙচুর হয়। আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়ে যান অনেকে।

বন্ধ করুন