বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ভুলে যাচ্ছে, নাওয়া-খাওয়ায় মন নেই, জেলের এক কোণে সুশান্ত, মনে পড়ছে সুতপাকে?

ভুলে যাচ্ছে, নাওয়া-খাওয়ায় মন নেই, জেলের এক কোণে সুশান্ত, মনে পড়ছে সুতপাকে?

সুশান্ত ও সুতপা। ফাইল ছবি

দিন কয়েক আগে প্রিজন ভ্যানে বসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কার্যত সুতপার বাবা মায়ের উপরেও দায় চাপানোর চেষ্টা করেছিল সুশান্ত। তবে নিজের পরিবারের সঙ্গে দেখা করতে চায় না সুশান্ত। এমনকী বাবার পাঠানো আইনজীবীকেও ফেরৎ পাঠিয়ে দিয়েছে। যে সাজা দেবে সেটা মেনে নেবে বলেও জানিয়েছিল।

গত ২মে। প্রকাশ্য রাস্তায় একের পর এক ছুরির কোপ। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছিল সুতপা। বহরমপুরের গোরাবাজারের রাস্তায় এভাবেই বান্ধবী সুতপাকে খুন করেছিল সুশান্ত। সিসি ফুটেজ দেখে শিউরে উঠেছিল বাংলা। তার কয়েকঘণ্টার মধ্যে ধরাও পড়ে সে। বর্তমানে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি অবস্থায় রয়েছে সুশান্ত চৌধুরী। দিন কয়েক আগে তাকে ঘটনাস্থলে নিয়ে এসে গোটা ঘটনা আরও একবার খতিয়ে দেখেছে পুলিশ। কিন্তু জেলের মধ্যে কেমন আছে সুশান্ত? মনে পড়ছে বান্ধবীকে? নাকি সেসবও মনে পড়ছে না? নাকি মনে পড়ে যাচ্ছে সেই রক্তমাখা হাত, বান্ধবীর আর্তনাদ, একের পর এক ছুরির কোপ?

তবে সূত্রের খবর, কেমন যেন ভুলোমনা হয়ে গিয়েছে সুশান্ত। খাবার খাওয়ার পরেও জিজ্ঞাসা করছে খাবার দিল না কেন? তবে কি ডিমেনশিয়া ধরেছে সুশান্তকে? বান্ধবীর প্রতি তীব্র বিদ্বেষ, রীতিমতো আঁটঘাট বেঁধে তাকে খুন, তারপর পালানোর চেষ্টা, ধরা পড়ার পরেও নির্লিপ্ত থাকা সুশান্তর মধ্যে কি তবে কোনও অনুশোচনা হচ্ছে? 

তবে সূত্রের খবর, একেবারেই মনমরা হয়ে গিয়েছে সুশান্ত। কারোর সঙ্গেই বিশেষ কথাবার্তা বলে না।স্নান, খাওয়া, ঘুমও প্রায় সব ভুলতে বসেছে। এমনকী সকালে উঠে ব্রাশও করতে চায় না। চুল, নখ কাটার দিকেও নজর নেই। সবসময় জেলের এক কোণে ভাবলেশহীন হয়ে পড়ে থাকে। সারাদিনই কেমন যেন ঝিমোচ্ছে।

এদিকে দিন কয়েক আগে প্রিজন ভ্যানে বসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কার্যত সুতপার বাবা মায়ের উপরেও দায় চাপানোর চেষ্টা করেছিল সুশান্ত। তবে নিজের পরিবারের সঙ্গে দেখা করতে চায় না সুশান্ত। এমনকী বাবার পাঠানো আইনজীবীকেও ফেরৎ পাঠিয়ে দিয়েছে। যে সাজা দেবে সেটা মেনে নেবে বলেও জানিয়েছিল। প্রশ্ন উঠছে তবে কি বেঁচে থাকার ইচ্ছা ধীরে ধীরে চলে যাচ্ছে সুশান্তর? আত্মহত্যার প্রবণতাও কি জেগে ওঠে এই ধরণের বন্দিদের মধ্যে? 

বন্ধ করুন