বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > রাজ্যের সর্বশ্রেষ্ঠ ডাকাত ভিতরে ঢুকলে তৃণমূল কর্মীরা এলাকায় থাকতে পারবেন তো?

রাজ্যের সর্বশ্রেষ্ঠ ডাকাত ভিতরে ঢুকলে তৃণমূল কর্মীরা এলাকায় থাকতে পারবেন তো?

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফাইল ছবি

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে-র বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভুয়ো মামলা দেওয়ার অভিযোগ করছে বিজেপি। অভিযোগ শাসকদলের নির্দেশে বিরোধীদের ওপর নির্যাতন চালাচ্ছেন পুলিশ সুপার।

নিজের জেলা পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের জনসভ থেকে পুলিশ ও তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে মনে করালেন তৃণমূলের উত্থনে তাঁর অবদানের কথা।

এদিন শুভেন্দুকে বলতে শোনা যায়, ‘ভুয়ো মামলা দেওয়ার আগে এসপি যেন মনে রাখেন, বিজেপির জমানাতেও চাকরি করতে হবে। বয়স কত? চল্লিশ তো? মনে থাকে যেন।’ সঙ্গে স্থানীয় থানার ওসিকে বলেন, ‘থানায় মানুষ যায় আশ্রয় নিতে। সেই থানাকে পার্টি অফিস বানিয়ে রেখেছে। তোলামুল পার্টির সঙ্গে সন্ত্রাসে অংশ নিয়েছে পুলিশও। বেছে বেছে ঝাড়গ্রাম থেকে ওসি নিয়ে এসেছে।’

এদিন তৃণমূলকেও হুঁশিয়ারি দিতে শোনা যায় শুভেন্দুকে। বলেন, ‘তোলামুল পার্টির চোরদের বলছি, দখল বন্ধ করুন। ডিসেম্বরে রাজ্যের সর্বশ্রেষ্ঠ ডাকাত ভিতরে ঢুকলে এলাকায় থাকতে পারবেন তো?’

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে-র বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভুয়ো মামলা দেওয়ার অভিযোগ করছে বিজেপি। অভিযোগ শাসকদলের নির্দেশে বিরোধীদের ওপর নির্যাতন চালাচ্ছেন পুলিশ সুপার।

এদিন রাজ্য সরকারকেও আক্রমণ করেন তিনি। বলেন, ‘রাজ্যকে কেন্দ্রের সব টাকার হিসাব দিতে হবে। নইলে চোর ধরো, জেলে ভরো।’

 

 

বন্ধ করুন
Live Score