আজ, সোমবার তারাপীঠে পুজো দিলেন এলেন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। ইদানিং তিনি পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন। আবার দলের মধ্যে বেনো জল ঢুকে পড়ছে বলেও অভিযোগ মদনের। প্রকাশ্যেই এসব কথা বলায় তিনি এখন বিতর্কের চূড়ায় বসে। তবে তিনি বিজেপির বিরুদ্ধেও সুর চড়াতে ছাড়ছেন না। এদিন মা তারাকে পুজো দিতে এসেও বিজেপিকে খোঁচা দিয়েছেন তিনি। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এখন মদন মিত্র একটা বাংলা সিনেমায় অভিনয় করছেন। সেই প্রসঙ্গকে টেনে এনেই খোঁচা দিয়েছেন তিনি বিজেপিকে।
কামারহাটির বিধায়ক দলের কাছে কালারফুল নেতা। তাই এবার গ্ল্যামার জগতে তিনি পা রেখে সবাইকে চমকে দিতে চেয়েছেন। তিনি যে সিনেমায় অভিনয় করছেন তার নাম ‘ওহ লাভলি’। আগামী ২৪ অগস্ট রয়েছে প্রিমিয়ার শো। আর ২৫ অগস্ট শুক্রবার তা মুক্তি পারে মিনার, বিজলি এবং ছবিঘর প্রেক্ষাগৃহে। এদিন পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র বলেন, ‘আমি মায়ের কাছে পুজো দিতে এসেছিলাম। আর প্রার্থনা করছি, মা এমন করে দাও বাংলায় যাতে মোদীর বদলে যোগী এসেও দেখতে পায় ‘ওহ লাভলি’।
আর কী বলেছেন তৃণমূল বিধায়ক? রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে এখন তৃণমূল কংগ্রেসের নেতা–মন্ত্রীদের সম্পর্ক চটকে গিয়েছে। রাজ্যপাল পিস রুমের পর এবার পিস ট্রেন চালু করার পক্ষে সওয়াল করেছেন। এমনকী শিক্ষা দফতরকে সরিয়ে রেখে একের পর এক উপাচার্য নিয়োগ করে চলেছেন। এইসব বিষয় নিয়ে মদন মিত্রের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘রাজ্যপালের ভবন এখন বিজেপির পার্টি অফিস হয়ে গিয়েছে। কী সব যেন বলছে হরিদাস পাল।’ এছাড়াও সদ্য বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা বলেছিলেন, বাংলায় ২০২৪ সালের লোকসভা নির্বাচনে টার্গেট ৩৫টি আসন। আজ এই বিষয়ে মদন মিত্রের খোঁচা, ‘৫–৭টা আসন পায় কিনা দেখুন।’
আরও পড়ুন: সেলফি জোনে শহরের পরিবর্তে বিধানসভার নাম কেন? তীব্র বিতর্কের মধ্যে ক্ষোভ চরমে
ইন্ডিয়া নিয়ে আপনার প্রতিক্রিয়া কী? এখন দেশের তামাম বিরোধীরা একজোট হয়ে ইন্ডিয়া নামটি তৈরি করেছে জোট মঞ্চের। তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ এবং অন্যান্য নেতা–মন্ত্রীরা আক্রমণ করতে শুরু করেছেন। এই নিয়ে কামারহাটির বিধায়ক মদন মিত্রের আক্রমণ, ‘শুভেন্দু অধিকারী গদ্দার। এখানে কিছু লোকজন রয়েছে যারা তলায় তলায় শুভেন্দুর সঙ্গে যোগযোগ রাখে। অভিষেককে ধন্যবাদ জানাই বেনো জল দলের মধ্যে ঢুকে যাচ্ছিল। বাঁধ দিয়ে ভাল করেছে। আর এই ইন্ডিয়া জোটের জন্য ভয় পেয়েছে বিজেপি। তাই উল্টোপাল্টা বলছে। আমি মায়ের কাছে প্রার্থনা করছি, মা এমন করে দাও বাংলায় যাতে মোদীর বদলে যোগী এসেও দেখতে পায় ‘ওহ লাভলি’।’