কিছুদিন আগেই তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী নামে পোস্টার পড়েছিল বারাকপুর এলাকায়। তাতে লেখা ছিল, ‘বারাকপুরে এবার জনতার রাজ।’ রাজ্য চক্রবর্তীর ছবিও দেওয়া ছিল সেই পোস্টারে। লোকসভা ভোটের আগে সেই পোস্টার ঘিরে গুঞ্জন শুরু হয়েছিল। আর এবার বারাকপুরে সাংসদ অর্জুন সিংয়ের অনুগামীদের পালটা পোস্টারে ছেয়ে গিয়েছে। তাতে লেখা আছে, ‘টাইগার ইজ ব্যাক।’ পোস্টারে রয়েছে সাংসদ অর্জুন সিংয়ের ছবি। এবার এই পোস্টার ঘিরে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসেছে। এনিয়ে অর্জুন সিং এবং তাঁর অনুগামীদের তীব্র কটাক্ষ করেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম।
আরও পড়ুন: শ্যামনগর উৎসবেও অব্যাহত অর্জুন–সোমনাথ দ্বন্দ্ব, আমন্ত্রণ পেলেন না বিধায়ক
পোস্টার নিয়ে সোমনাথ মন্তব্য করেছেন, জন্তু-জানোয়ারদের ব্যানার লাগানো হচ্ছে। তিনি বলেছেন, মানুষের ব্যানার লাগানো যায়। যারা এই জন্তু-জানোয়ারদের পোস্টার লাগাচ্ছে তাদেরকে মানুষ হতে হবে। এখানেই থেমে না থেকে তৃণমূল বিধায়ক সোমনাথ অর্জুন সিংয়ের উদ্দেশ্যে আরও আক্রমণ করে বলেন, ‘বাঘ শহরাঞ্চল বা লোকালয়ে থাকে না। যদি শহরাঞ্চল বা লোকালয়ে বাঘ দেখা যায় তাহলে বনদফতরকে খবর দিয়ে খাঁচায় বন্দি করা উচিত।’ এমনকি যারা পোস্টার লাগিয়েছেন অর্থাৎ অর্জুন সিংয়ের অনুগামীদেরও তিনি অমানুষ বলে মন্তব্য করেছেন। এই ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
প্রসঙ্গত, তৃণমূল বিধায়ক সোমনাথের সঙ্গে অর্জুন সিংহের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এর আগেও দুই নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। তা নিয়ে একে অপরের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করতেও বিরত থাকেননি দুই নেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই নেতাকে দ্বন্দ্ব থামানোর বার্তা দিলেও বাস্তবে পরিস্থিতি বদলায়নি। দুই নেতার সংঘাত অব্যাহত রয়েছে। শ্যামনগর উৎসবেও দুই নেতার দ্বন্দ্ব অব্যাহত ছিল। শুধু তাই নয়, এর আগে বিধানসভায় দাঁড়িয়েও সোমনাথ শ্যাম নাম না করে অর্জুন সিংকে খুনি বলে মন্তব্য করেছিলেন। খুনি বা খুনি পরিবারের কাউকে যাতে লোকসভায় টিকিট না দেওয়া হয় সে বিষয়েও সোমনাথ দলের কাছে আর্জি জানিয়েছিলেন।
যদিও অর্জুন সিংয়ের একজন অনুগামীরা কথায় অর্জুন সিংকে সকলে ভালোবাসেন। তাঁর মতো কোনও নেতা বারাকপুরে নেই। সেই কারণেই এই পোস্টার দেওয়া হয়েছে। এনিয়ে তৃণমূল এবং অর্জুন সিংকে আক্রমণ করেছে বিজেপি নেতৃত্ব। তাদের বক্তব্য, এসব হল কাগুজে বাঘ। এরা সব নাটক বাজ। পুরোটাই তৃণমূলের ব্যাপার। কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে আসন্ন লোকসভা ভোটের আগে এই পোস্টার ইঙ্গিত পূর্ণ নয় কি?