বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Sisir Adhikari: শিশিরের সাংসদ পদ খারিজের দাবিতে ফের লোকসভার স্পিকারকে চিঠি তৃণমূলের

Sisir Adhikari: শিশিরের সাংসদ পদ খারিজের দাবিতে ফের লোকসভার স্পিকারকে চিঠি তৃণমূলের

শিশির অধিকারী। ফাইল ছবি

এর আগেও একবার স্পিকারকে চিঠি দিয়ে দলবিরোধী আইনে শিশির অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছিল তৃণমূল। এই চিঠিতে সেই কথা জানানো হয়েছে। গত বছর বিজেপিতে যোগ দিয়েছিলেন শিশির অধিকারী। উপরাষ্ট্রপতি নির্বাচনে শিশির অধিকারী এবং তাঁর পুত্র দিব্যেন্দু অধিকারী ভোটদান থেকে বিরত ছিলেন।

বিজেপিতে যোগ দিলেও এখনও তৃণমূলের সাংসদ রয়েছেন শিশির অধিকারী। তাঁর সাংসদ পদ খারিজের দাবিতে আরও একবার লোকসভার স্পিকার ও বিড়লাকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পিকারকে চিঠি দিয়ে তাঁর সাংসদ পদ খারিজের আবেদন জানিয়েছেন।

এর আগেও একবার স্পিকারকে চিঠি দিয়ে দলবিরোধী আইনে শিশির অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছিল তৃণমূল। এই চিঠিতে সেই কথা জানানো হয়েছে। গত বছর বিজেপিতে যোগ দিয়েছিলেন শিশির অধিকারী। উপরাষ্ট্রপতি নির্বাচনে শিশির অধিকারী এবং তাঁর পুত্র দিব্যেন্দু অধিকারী ভোটদান থেকে বিরত ছিলেন। যানিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে শিশির অধিকারীকে সতর্ক করেছিলেন। তাঁর সাংসদপদ খারিজের দাবিতে গত বছর চিঠি দিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এই নিয়ে চলছে টানাপোড়েন। তৃণমূলের অভিযোগ চিঠি দেওয়া সত্ত্বেও তার সদস্যপদ খারিজে উদ্যোগী হননি স্পিকার। এ নিয়ে আইনি লড়াইও চলছে। এথিক্স কমিটিও শিশির অধিকারীকে চিঠি দিয়েছিল।

যদিও তৃণমূল সাংসদের দাবি, তিনি এখনও তৃণমূলে রয়েছেন। তিনি বিজেপিতে যোগ দেননি।উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে নতুন করে যে ১৭ জন নেতার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে তাতে শিশির অধিকারীর নাম রয়েছে। এ ছাড়াও রয়েছে তাঁর দুই পুত্র তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর নাম। পাশাপাশি, বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সিপিএম নেতা মহম্মদ সেলিমের নাম রয়েছে।

বন্ধ করুন