বিজেপির বিরুদ্ধে কালীপুজো করতে না দেওয়ার অভিযোগ তুলল তৃণমূল। তাদের অভিযোগ, প্রতিবছর যে মাঠে কালীপুজোর আয়োজন করা হয় এবার সেই মাঠে বিজেপির তরফ থেকে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যার ফলে এবার কালীপুজোর আয়োজন সম্ভব হয়নি। পূর্ব বর্ধমানের গলসির সাঁকো পঞ্চায়েতের সারুল কলোনিতে প্রতিবছর কালীপুজোর আয়োজন করা হয় বলে দাবি তৃণমূলের। এই অভিযোগকে ঘিরে পূর্ব বর্ধমানে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর।
আরও পড়ুন: খালি পা, সবুজ পাঞ্জাবিতে কালী মন্দিরে অরিজিৎ! মুগ্ধ হয়ে তাকিয়ে দেখল জিয়াগঞ্জ
গলসির সাঁকো পঞ্চায়েত আগের তৃণমূলের দখলে ছিল। তবে এবার পঞ্চায়েত নির্বাচনে সেখানে পালাবদল হয়েছে। ওই পঞ্চায়েতে এবার বিরোধীরা বোর্ড গঠন করেছে। এই পঞ্চায়েতের ১৩ টি আসনের মধ্যে এবার তৃণমূল পেয়েছিল ৬টি, বিজেপি ৪টি এবং সিপিএম, কংগ্রেস, নির্দল একটি করে আসনে জিতেছিল। সেক্ষেত্রে বিরোধীরা মিলে পঞ্চায়েতের বোর্ড গড়েছে। এর মধ্যে সারুল কলোনি এলাকার আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সুনীল মার্ডি।
জানা গিয়েছে, ওই এলাকায় প্রতিবছর বিজেপির তরফে এবং তৃণমূলের তরফে দুটি কালীপুজোর আয়োজন করা হয়। বিজেপির তরফে যে কালীপুজোর আয়োজন করা হয় তার প্রধান উদ্যোক্তা হলেন পঞ্চায়েত সদস্য সুনীল। তবে তৃণমূলের তরফে দলের স্থানীয় কর্মীরাই এই পুজোর আয়োজন করে থাকেন। তৃণমূলের তরফে আগে প্রাথমিক স্কুলে চত্বরে কালীপুজোর আয়োজন করা হত। তবে স্কুলে প্রাচীর দেওয়ায় এখন আর স্কুল চত্বরে কালীপুজোর আয়োজন করা হয় না। ফলে গ্রামে যে খেলার মাঠ রয়েছে সেই খেলার মাঠেই পুজোর আয়োজন করে থাকে তৃণমূল কংগ্রেস। এর পাশাপাশি সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ৫ দিন ধরে চালানো হয়।তবে এবার তা সম্ভব হয়নি। কারণ তার আগেই কালীপুজোর দিন সেখানে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে বিজেপি।
তৃণমূলের অভিযোগ, তাদের কালীপুজো আটকানোর জন্য চক্রান্ত করে বিজেপি সেখানে খেলার আয়োজন করেছে। বিজেপির তরফে ওই মাঠে দুদিনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি ইচ্ছাকৃতভাবে তাদের কালীপুজো আটকাতে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে। স্থানীয় তৃণমূল নেতার বক্তব্য, বিজেপির চক্রান্তের কারণে এবার সেখানে তৃণমূলের তরফে কালীপুজোর আয়োজন করা সম্ভব হয়নি। সেখানে কালীপুজো এবার বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, বিজেপির সদস্য সুনীলের দাবি, এসব মিথ্যে অভিযোগ। আগেও কালীপুজোর দিনে মাঠে ফুটবল খেলা হত। তৃণমূল সেই খেলা বন্ধ করে সেখানে পুজো করছিল। এবার আবার ফুটবল প্রতিযোগিতা করা হচ্ছে। তার আরও দাবি, তৃণমূল চাইলে অন্য জায়গাতে পুজো করতে পারত। বিজেপির বিরুদ্ধে তারা মিথ্যা অভিযোগ তুলে বদনাম করতে চাইছে।