বিডিওদের পর এবার পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। পুলিশ অভিযোগ না নিলে ঘাড় ধরে থানা থেকে বের করে দেওয়ার নিদান দিলেন বিধায়ক। প্রকাশ্য জনসভায় তৃণমূল বিধায়কের এমন মন্তব্যে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এ নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
গতকাল বাঁকুড়ার সিমলাপাল ব্লকের দুবরাজপুর এলাকায় ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচীতে অংশগ্রহণ করেন অরূপ চক্রবর্তী। সভায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তালডাংরার বিধায়ক বলেন, ‘বাম আমলে থানায় গেলে অভিযোগ নেওয়া হত না। এখন কোনও অভিযোগকারী থানায় গেলে তাঁর অভিযোগ লিপিবদ্ধ করতে পুলিশ বাধ্য। সেক্ষেত্রে কোনও পুলিশ আধিকারিক অভিযোগ না নিলে পুলিশ সুপারকে একটু ফোন করে জানালেই সংশ্লিষ্ট পুলিশ আধিকারিককে ঘাড় ধরে থানা থেকে বের করে দেওয়া হবে।’
উল্লেখ্য, দিন কয়েক আগেই তালড্যাংরার একটি সভায় দাঁড়িয়ে শাসক দলের বিধায়ক অরূপ চক্রবর্তী বলেছিলেন, ‘কোনও দোতলা বাড়ির মালিক আবাস যোজনায় বাড়ি পেলে সেই এলাকার বিডিওর চাকরি থাকবে না।’ এমনকী বিডিও ও প্রশাসনিক আধিকারিকদের গ্রামে গ্রামে ঘুরে আবাস দুর্নীতি খতিয়ে দেখতেও বলেছিলেন। তারপরেই আবারও বিতর্কে জড়ালেন বিধায়ক।
অরূপ চক্রবর্তীর এই বক্তব্য সামনে আসতেই সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। বিজেপির রাজ্য কমিটির সদস্য পার্থসারথি কুণ্ডু বলেন, ‘বাম আমলে পুলিশকে যেভাবে দল পরিচালনা করত তৃণমূলের আমলে তারই অনুসরণ চলছে। তৃনমূল না বললে পুলিশ এক পাও নড়তে পারেনা। তাই এসব বড় বড় কথা বলে কোনও লাভ নেই।’ যদিও বিধায়ক অরূপ চক্রবর্তী নিজের বক্তব্যেই অনড় রয়েছেন। তিনি বলেন, ‘কর্তব্যে গাফিলাতি থাকলে সেই পুলিশকে তো বের করে দেওয়াই ভালো।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup