বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > কেন দীর্ঘক্ষণ থমকে রইল বন্দে ভারত এক্সপ্রেস?‌ বর্ধমানে সকালে তুলকালাম কাণ্ড

কেন দীর্ঘক্ষণ থমকে রইল বন্দে ভারত এক্সপ্রেস?‌ বর্ধমানে সকালে তুলকালাম কাণ্ড

থমকে ছিল বন্দে ভারত এক্সপ্রেস।

এই প্রশ্ন উঠতে থাকে যাত্রীদের মধ্যে থেকে। যদিও এই বিষয়ে রেলের পক্ষ থেকে কোনও সদুত্তর মেলেনি। সিগন্যালের সমস্যা বলা হয়েছে। তবে আজ সকালে হাওড়া ব্যান্ডেল শাখায় ভদ্রেশ্বরের কাছে সিগন্যালে সমস্যা দেখা যায় বলে খবর। তার জেরে এখানে ট্রেন চলাচলে ব্যাপক সমস্যা দেখা দেয়। প্রায় একঘন্টা একাধিক ট্রেন লেট ছিল।

আজ, রবিবার বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে পড়ে বন্দে ভারত এক্সপ্রেস। সিগন্যালিং পয়েন্টে ত্রুটি দেখা দেওয়ায় এই ঘটনা ঘটেছে বলে খবর। প্রায় ৩৫ মিনিট থমকে ছিল বন্দে ভারত এক্সপ্রেস। যা নিয়ে আলোড়ন পড়ে যায়। আর তার জেরে ভোগান্তির শিকার হন যাত্রীরা। হাওড়া–বর্ধমান মেন লাইনে এই ট্রেন বিভ্রাট দেখা দেয়। বর্ধমান স্টেশনে সিগনালিং পয়েন্টে বিভ্রাটের জন্য যাত্রাপথে আটকে পড়ে বন্দে ভারত এক্সপ্রেস। সূত্রের খবর, বর্ধমান স্টেশনে আজ সকাল ৬টা ২৫ মিনিট নাগাদ সিগন্যালে ত্রুটি ধরা পড়লে বেশ কিছু লোকাল ট্রেন দেরিতে চলে।

এদিকে আজ, সকাল ৫টা ৫৫ মিনিট নাগাদ বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে জলপাইগুড়ির উদ্দেশে রওনা দেয়। কিন্তু, বর্ধমান পৌঁছতেই ঘটে বিপত্তি। তখনই জানা যায়, সিগন্যালিং সমস্যার জন্য দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে যায় ট্রেনটি। ৬টা ৫১ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত আটকে থাকে বন্দে ভারত এক্সপ্রেস। তারপর সিগন্যালিং সমস্যা মিটলে আবার গড়ায় বন্দে ভারত এক্সপ্রেসের চাকা। এই ঘটনার জেরে ট্রেনের ভিতরেই আটকে থাকতে হয় যাত্রীদের। তাতে নাকাল অবস্থা হয় তাঁদের। এই ঘটনায় অনেকে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। রবিবাসরীয় প্রভাতে এমন ঘটনা যে ঘটতে পারে তা কেউ কল্পনাও করতে পারেননি।

অন্যদিকে আগে শনিবার রাতেও বিস্তর ভোগান্তি ভুগতে হয় ট্রেনযাত্রীদের। কারণ ওইদিন রাত ১০টা ১০ মিনিট নাগাদ হাওড়া থেকে মেন লাইনে বর্ধমান যাওয়ার শেষ লোকাল ট্রেন ছাড়ে। কারশেডে কাজের জন্য নির্ধারিত সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারেনি লোকাল ট্রেনটি। তার জেরে আটকে পড়ে একাধিক দূরপাল্লার ট্রেন। ডাউন লাইনেও ট্রেন চলাচল ব্যাহত হয়। সুতরাং দুর্ভোগের শিকার হন যাত্রীরা। সিগন্যালিংয়ের সমস্যার জন্যই এমনটা হয় বলে সূত্রের খবর। সমস্যা মেটেনি মাঝরাত পর্যন্ত। তখন চলে মেরামতের কাজ। যদিও পরদিন সকাল থেকে কিছুটা স্বাভাবিক হয় পরিস্থিতি। আবার দেখা গেল সমস্যা।

আরও পড়ুন:‌ ‘‌সব পাল্টে দেব আমরা, হিম্মত নেই আটকে রাখার’‌, ভারত নাম নিয়ে হুঙ্কার দিলীপের‌

বারবার এমন সমস্যা কেন দেখা দিচ্ছে?‌ এই প্রশ্ন উঠতে থাকে যাত্রীদের মধ্যে থেকে। যদিও এই বিষয়ে রেলের পক্ষ থেকে কোনও সদুত্তর মেলেনি। শুধু সিগন্যালের সমস্যা বলা হয়েছে। তবে আজ সকালে হাওড়া ব্যান্ডেল শাখায় ভদ্রেশ্বরের কাছে সিগন্যালে সমস্যা দেখা যায় বলে খবর। তার জেরে এখানে ট্রেন চলাচলে ব্যাপক সমস্যা দেখা দেয়। সকালের দিকে প্রায় একঘন্টা একাধিক ট্রেন লেট ছিল বলে স্থানীয় সূত্রে খবর। তবে বন্দে ভারত এক্সপ্রেস এই সমস্যায় পড়বে সেটা আগাম বোঝা যায়নি। তবে এই দুর্ভোগে পড়ে অনেকে ক্ষোভ উগড়ে দেন।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

শততম বর্ষে কুমারী পুজো জয়রামবাটিতে, দেবী দুর্গার আরাধনা মা সারদার জন্মভিটেয় বার্লিনেই ‘বাড়ির পুজো’! যাবতীয় রীতি মেনে হচ্ছে দেবী দুর্গার আরাধনা, থিম ‘শক্তি’ নবমীতে আরজি করের মৃতা চিকিৎসকের বাড়িতে দেবলীনা-উষসীরা,বললেন- ‘সাহস আনতে যাচ্ছি’ মাঝ আকাশে আতঙ্ক,শারজাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান নিরাপদে নামল ত্রিচিতে কেন্দ্রের কাছে ১৫ টি জাতিকে OBC তালিকাভুক্ত করার সুপারিশ মহারাষ্ট্র সরকারের 'বড় ছেলেকে ভাগিয়ে দিয়েছেন নাকি?', ছেলের সঙ্গে ছবি দিতেই খোঁচা যশ-নুসরতকে নিজ্জর খুনে 'জড়িত' ভারতীয় আধিকারিকদের জবাব দিতে হবে, দাবি কানাডার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার… মেয়েকে নিয়ে করণ-বিপাশার দু্র্গা দর্শন!পুজো মণ্ডপে নজরকাড়া দেবীর দুষ্টুমি ফের ট্রেন দুর্ঘটনা, তামিলনাড়ুতে মালগাড়ির সঙ্গে বাগমতী এক্সপ্রেসের সংঘর্ষ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.