বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Duare Ration: ভুয়ো কার্ডে রেশন দিচ্ছে ডিলার, কারচুপির অভিযোগ

Duare Ration: ভুয়ো কার্ডে রেশন দিচ্ছে ডিলার, কারচুপির অভিযোগ

রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ। প্রতীকী ছবি।

গ্রামবাসীদের অভিযোগ, দুয়ারে রেশন চালু হওয়ার পর থেকে রেশন ডিলার কমলকুমার পাল নানাভাবে কারচুপি করছেন। কখনও রেশন কম দিচ্ছেন, আবার কখনও ভুয়ো রেশন কার্ড দিয়ে রেশন তুলে নিচ্ছেন। রেশন সামগ্রী দেওয়ার জন্য স্লিপও দেওয়া হচ্ছে না।আবার অনেককেই দ্বিগুণ রেশন দেওয়া হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের।

গত বছরের ১৬ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুয়ারে রেশন প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রকল্প চালু হওয়ার পর থেকেই একের পর এক অভিযোগ উঠে আসছে। ঠিকমতো রেশন না দেওয়া থেকে শুরু করে নির্দিষ্ট পরিমাণের তুলনায় কম রেশন দেওয়ার অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গা থেকে। এ সমস্ত অভিযোগের পাশাপাশি ভুয়ো কার্ডে রেশন তোলা, রেশন সামগ্রীর জন্য স্লিপ না দেওয়া প্রভৃতি অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। গতকাল এই সমস্ত অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির ৭ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা।

গ্রামবাসীদের অভিযোগ, দুয়ারে রেশন চালু হওয়ার পর থেকে রেশন ডিলার কমলকুমার পাল নানাভাবে কারচুপি করছেন। কখনও রেশন কম দিচ্ছেন, আবার কখনও ভুয়ো রেশন কার্ড দিয়ে রেশন তুলে নিচ্ছেন। রেশন সামগ্রী দেওয়ার জন্য স্লিপও দেওয়া হচ্ছে না।আবার অনেককেই দ্বিগুণ রেশন দেওয়া হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। এ নিয়ে তারা ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরেই ব্লক প্রশাসন কোনও ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। এমনকি প্রতিবাদ জানালে ডিলার তাদের হুমকিও দেয় বলে অভিযোগ।

এই অভিযোগে এদিন জেলাশাসকের কাছে যান গ্রামবাসীরা এবং সেখানে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানান। জেলাশাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন, যেহেতু আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক রয়েছে ফলে সে ক্ষেত্রে কারচুপি হওয়ার কথা নয়। তবে অভিযোগ যেহেতু এসেছে তাই বিষয়টি খতিয়ে দেখা হবে। এ নিয়ে রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অবশ্য কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। তবে তিনি এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

বন্ধ করুন