বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘‌বিশ্বভারতীর উপাচার্যকে জেলে পাঠানো উচিত’‌, বিজেপি নেতার ফেসবুক পোস্টে আলোড়ন

‘‌বিশ্বভারতীর উপাচার্যকে জেলে পাঠানো উচিত’‌, বিজেপি নেতার ফেসবুক পোস্টে আলোড়ন

অনুপম হাজরা। 

বিজেপি বিরোধীরা উপাচার্যের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিল। এবার খোদ বিজেপি নেতা সরব হওয়ায় বিষয়টি নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে। এখানেই থেমে থাকেননি অনুপম হাজরা। বিশ্বভারতীর ভাবমূর্তি পুনরুদ্ধারে প্রয়োজনে উপচার্যকে গ্রেফতার করা উচিত বলেও মনে করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। তা নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন তিনি।

শিক্ষক–শিক্ষিকা, ছাত্রছাত্রী, অধ্যাপক থেকে রাবীন্দ্রিক অনুরাগী—সবাই ক্ষুব্ধ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে। এবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে সরব হলেন বিজেপি কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। এতদিন বিজেপি বিরোধীরা উপাচার্যের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিল। এবার খোদ বিজেপি নেতা সরব হওয়ায় বিষয়টি নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে। এখানেই থেমে থাকেননি অনুপম হাজরা। বিশ্বভারতীর ভাবমূর্তি পুনরুদ্ধারে প্রয়োজনে উপচার্যকে গ্রেফতার করা উচিত বলেও মনে করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। আর তা নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন তিনি।

এই ফেসবুক পোস্টের পর বিশ্বভারতী জুড়ে আলোড়ন পড়ে গিয়েছে। কারণ কেন্দ্রীয় বিজেপি নেতার সঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সংঘাত এখন প্রকাশ্যে চলে এল। অনুপম হাজরা ফেসবুক পোস্টে লেখেন, ‘‌আমি নিজে একজন তফশিলি সম্প্রদায় ভুক্ত। বিশ্বভারতী থেকে আমার পড়াশোনা। অধ্যাপনাও করেছি বেশ কয়েক বছর। তাই বিশ্বভারতীর বিষয়ে কোনও অস্বাস্থ্যকর পরিবেশ থাকলে চুপ করে থাকতে পারি না।’‌ এবার উপাচার্যের বিরুদ্ধে তিনি যা পোষ্ট করেছেন তার অর্থ এটাই—উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আচরণে বিশ্বভারতী কালিমালিপ্ত হচ্ছে। তাই বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবমূর্তি বাঁচাতে মরিয়া তিনি। সেক্ষেত্রে তপসিলি জাতির অফিসারকে হেনস্তার বিষয়টি প্রমাণ হলে উপাচার্যকে গ্রেফতার করা উচিত।

এদিকে কর্মক্ষেত্রে পদোন্নতি আটকাতে ষড়যন্ত্র ও তফশিলি সম্প্রদায়ভুক্ত হওয়ায় অপমানজনক মন্তব্যের জেরে বিশ্বভারতীর উপাচার্য–সহ চারজন আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিশ্বভারতীর ডেপুটি রেজিস্টার প্রশান্ত মেশরাম। এই নিয়ে অনুপম লেখেন, ‘‌একজন আধিকারিক তিনি তফশিলি জাতির। তাই তাঁকে জাতি নিয়ে কটাক্ষ করেছেন উপাচার্য। শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের হয়েছে। আমি চাই সঠিক তদন্ত হয়ে, যদি উপাচার্য দোষী প্রমাণিত হয়, পুলিশ তাঁকে জেলে পাঠাক। আগে উপাচার্য পৌষমেলা, বসন্ত উৎসব বন্ধ করেছেন। তাঁর অহংকারের জন্য বারবার সমালোচিত হতে হচ্ছে বিশ্বভারতীর আচার্য নরেন্দ্র মোদীকে। যে পরিবেশ তৈরি হচ্ছে তার জন্য দায়ী সম্পূর্ণ উপাচার্য।’‌

আরও পড়ুন:‌ দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল, বড় পদক্ষেপ

ঠিক কী বলছে তৃণমূল কংগ্রেস?‌ এই ঘটনার কথা জানতে পেরে রে রে করে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসও। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সংবাদমাধ্যমে বলেন, ‘এটা ঠিক যে, উপাচার্যের জন্যই বিশ্বভারতীর মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের মান তলানিতে ঠেকেছে। এটা আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী–সহ অনুপমের দলের সব নেতারাই জানেন। তাহলে কি কেন্দ্রীয় সরকার জেগে ঘুমোচ্ছে? এই দায় এড়াতে পারেন না প্রধানমন্ত্রী। কারণ বিশ্বভারতী আজ কালিমালিপ্ত।’‌ আর প্রশান্ত মেশরামের অভিযোগ, ‘‌কর্তৃপক্ষের তরফে তাঁকে কিছুতেই লিয়েন দেওয়া হচ্ছিল না। পুরনো কিছু মিথ্যা অভিযোগ তুলে হেনস্থা করা হচ্ছিল। আর আমি যেহেতু তফশিলি জাতি সম্প্রদায়ভুক্ত। তাই আমাকে একটি বৈঠকে উপাচার্য জাত নিয়ে কটু কথা বলেন।’‌ এখন তিনি লিয়েন নিয়ে ওড়িশার কোরাপুট কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক পদে নিযুক্ত আছেন। প্রশান্তবাবুর অভিযোগ নিয়ে মামলা চলছে সিউড়ি জেলা জজ কোর্টে। নেটাগরিকদের কাছে অনুপমের অনুরোধ,‘উপাচার্যের কাজের জন্য দয়া করে বিজেপিকে বা প্রধানমন্ত্রীর সমালোচনা করবেন না।’‌

বাংলার মুখ খবর

Latest News

সোমে ভারী বৃষ্টি বাংলায়, ঘূর্ণিঝড় তৈরির আগেই বইবে ঝোড়ো হাওয়া, কোথায় কোথায় হবে? ২০১৯-তে স্রেফ অঘটন? আমেঠিতে পরীক্ষায় স্মৃতি, রাহুল সরে যাওয়ায় লাভ হবে কংগ্রেসের? রাজনাথ, রাহুল, স্মৃতির পরীক্ষা, আজ দেশের ৪৯ আসনে ভোট, অযোধ্যা-সহ কোথায় নজর? কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ বাংলাদেশের সাংসদ, খোঁজ চলছে, বার্তা মন্ত্রীর জলের তলায় যাওয়া থেকে ব্যাডমিন্টন ম্যাচ! ভোটার টানতে অভিনব কসরত ভাগ্যের হাতে মার খেল RR, কারা কোয়ালিফায়ারে, কারা খেলবে এলিমিনেটর, স্পষ্ট হল ছবি সুন্দরবনের ইতিহাসে প্রথম চোরাশিকারিদের হাতে বনকর্মী মৃত্যু, খুনের মামলা রুজু ‘নবীনের আমলে ওড়িশা ৫০ বছর পিছিয়ে গিয়েছে’ মুখ্যমন্ত্রীকে তোপ অমিত শাহের লোকসভার মধ্যেই অসমে প্রকাশ্যে BJP-র আদি-নব্য দ্বন্দ্ব, অস্বস্তিতে গেরুয়া শিবির BJP প্রার্থীর অফিস থেকে টাকা উদ্ধার করতে গিয়ে নির্বাচনী আধিকারিকদের মারধর

Latest IPL News

সঞ্জুদের কপাল পোড়াল বৃষ্টি, ভেস্তে যাওয়া ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে এলিমিনেটরে RR যারা আমাদের দেখে হাসছিল, তাদের জন্য… সমালোচকদের জবাব দিলেন RCB-র মহিলা ক্রিকেটার বিরাট এনার্জিই আমাদের গোটা দলকে চার্জ করত- প্লে অফে ওঠার আসল রহস্য ফাঁস সকলেই দশকের পর দশক ধরে এই RCB দলকে মনে রাখবে- কেন এমন বললেন দীনেশ কার্তিক বৃষ্টিতে যথা সময়ে শুরু হল না RR v KKR ম্যাচ, খেলা ভেস্তে গেলে বড় ক্ষতি সঞ্জুদের অভিষেক-ক্লাসেনের তাণ্ডবে দিশেহারা পঞ্জাব, ২০০ টপকেও আত্মসমর্পণ হায়দরাবাদের কাছে 'Definitely Not'- মাহির ভক্তেরা হঠাৎ ধোনিকে নিয়ে কেন এমন স্লোগান দিচ্ছেন? ভিডিয়ো: CSK হারতেই কেঁদেই ফেললেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তনী! ধোনির সঙ্গে হাত না মিলিয়ে সেলিব্রেশনে মেতেছিল RCB, তীব্র নিন্দে করলেন ভন, হর্ষ ভাই অডিও বন্ধ কর-একটা অডিও আমার ১২টা বাজিয়েছে: ক্যামেরাম্যানকে দেখে রোহিতের মজা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.