রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল। সেইমতো রাজ্য সরকারের বিভিন্ন দফতর এবং অফিসে কর্মরত চুক্তিভিত্তিক গ্রুপ 'সি' কর্মচারী এবং চুক্তিভিত্তিক গ্রুপ 'ডি' কর্মচারীদের কত টাকা বেতন বাড়ানো হল, তা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল নবান্ন। শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন মেয়াদের চুক্তিভিত্তিক কর্মচারীদের বিভিন্ন হারে বেতন বাড়ানো হচ্ছে। চাকরির মেয়াদের ভিত্তিতে ওই কর্মচারীদের পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে - ‘প্রাথমিক চুক্তিবদ্ধ কর্মচারী’, ‘প্রাথমিক চুক্তির পরে পাঁচ বছর পূর্ণ হওয়া কর্মচারী’, ‘প্রাথমিক চুক্তির পরে ১০ বছর পূর্ণ হওয়া কর্মচারী’, ‘প্রাথমিক চুক্তির পরে ১৫ বছর পূর্ণ হওয়া কর্মচারী’ এবং ‘প্রাথমিক চুক্তির পরে ২০ বছর পূর্ণ হওয়া কর্মচারী’। চুক্তিভিত্তিক গ্রুপ 'ডি' কর্মচারীদের ক্ষেত্রে সর্বাধিক বেতন বেড়েছে ১,১০০ টাকা। আর চুক্তিভিত্তিক গ্রুপ 'সি' কর্মচারীদের সর্বাধিক ১,২০০ টাকা বেতন বেড়েছে।
চুক্তিভিত্তিক গ্রুপ 'ডি' কর্মচারীদের বেতন কত বাড়ছে?
চুক্তিভিত্তিক গ্রুপ 'সি' কর্মচারীদের বেতন কত বাড়ছে?
কবে থেকে বর্ধিত হারে বেতন পাবেন চুক্তিভিত্তিক কর্মচারীরা?
রাজ্য সরকারের অর্থ দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ১ এপ্রিল থেকে চুক্তিভিত্তিক গ্রুপ 'সি' কর্মচারী এবং চুক্তিভিত্তিক গ্রুপ 'ডি' কর্মচারীরা বর্ধিত হারে বেতন পাবেন। অর্থাৎ নয়া অর্থবর্ষের (২০২৪-২৪ অর্থবর্ষ) শুরু থেকেই তাঁরা বর্ধিত হারে বেতন পাবেন রাজ্য সরকারের অর্থ দফতরের তরফে জানানো হয়েছে।