আজ সকালে মিজোরামে নির্মীয়মাণ রেল ব্রিজ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জন শ্রমিকের। ধ্বংস্তূপের তলায় আরও বেশ কয়েকজন আটকে আছে বলে জানা গিয়েছ। এরই মধ্যে খবর এসেছে, মৃতদের মধ্যে অনেকেই পশ্চিমবঙ্গের লোক। এই আবহে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।
দুর্ঘটনা প্রসঙ্গে মমতা সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আজ মিজোরামে একটি নির্মাণাধীন রেলওয়ে সেতু ভেঙে পড়ে। সেই দুর্ঘটনা বেশ মর্মান্তিক। আমি শোকার্ত। এই দুর্ঘটনার জেরে আমাদের মালদা জেলার কয়েকজন সহ বেশ কয়েকজন শ্রমিকের প্রাণহানি ঘটেছে। উদ্ধারকাজ এবং সহায়তা অভিযানের জন্য আমার মুখ্য সচিবকে মিজোরাম প্রশাসনের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছি। মালদা জেলা প্রশাসনকে সমস্ত সম্ভাব্য সাহায্যের জন্য বলেছিল। শোকাহত পরিবারগুলির কাছে যাতে সাবায্য পৌঁছায়, তার জন্য বলা হয়েছে। আমরা ক্ষতিগ্রস্থ পরিবারের স্বজনদের যত তাড়াতাড়ি সম্ভব উপযুক্ত ক্ষতিপূরণ দেব। দুস্থদের প্রতি সংহতি, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাই। পরিস্থিতির ওপর আমার নজর আছে।'
রিপোর্ট অনুযায়ী, বুধবার সকালে নির্মীয়মাণ রেল সেতুটি ভেঙে পড়ে। সেই সময় রেল সেতুর নির্মাণকাজে নিযুক্ত ছিলেন অন্তত ৪০ জন শ্রমিক। তাঁদের মধ্যে অন্তত ১৭ জনের মৃত্যু এই দুর্ঘটনায়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে নামে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা। সেখানে পৌঁছান রেলের কর্তারাও। এদিকে কী কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
আইজলকে রেলপথে যুক্ত করার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সাইরাঙের এই সেতু। এই দুর্ঘটনা প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা সব্যসাচী দে বলেন, 'যে সেতুটি ভেঙে পড়েছে সেটি ছিল উত্তর-পূর্ব অঞ্চলের সমস্ত রাজ্যের রাজধানীগুলিকে সংযুক্ত করার একটি প্রকল্পের অংশ ছিল। এটি কয়েক বছর ধরে নির্মাণাধীন ছিল। ঘটনাটি ঘটেছে সকাল ১১টার দিকে। দুর্ঘটনার কারণ আমরা এখনও নিশ্চিত করতে পারিনি।' এদিকে জানা গিয়েছে, বৈরাবি ও সাইরাং রেলওয়ে স্টেশনের মধ্যে অবস্থিত কুরুং নদীর উপর সেতুটি নির্মাণ করা হচ্ছিল। সেতুর পিয়ারের উচ্চতা ১০৪ মিটার ছিল। আইজল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত সাইরাং রেলওয়ে স্টেশনটি মিজোরামের রাজধানী পৌঁছানোর আগে শেষ রেল স্টেশন। এই প্রকল্পটি সম্পূর্ণ হলে জাতীয় রেলওয়ে নেটওয়ার্কের সাথে সংযুক্ত হবে আইজল।