মাস দুয়েক আগেই ছোট মেয়েকে সঙ্গে নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়েছিলেন স্ত্রী। এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন স্বামী। বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন বলে ছেলের পরিবারের অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের সিংপুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম মিলন কালি। ব্যবসায়ী মিলন কালির সঙ্গে খড়গপুরের গোলামান্ডির বাসিন্দা অঞ্জনার বিয়ে হয়েছিল ৭ বছর আগে। বিয়ের পর কিছুদিন সব ঠিকঠাকই ছিল। তাঁদের এক কন্যাসন্তানও হয়। আচমকাই স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে থাকতে শুরু করেন অঞ্জনা। এরপরই মানসিকভাবে ভেঙে পড়েন মিলন। গত রবিবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। স্থানীয় বাসিন্দারা অসুস্থ মিলনকে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। সেখানেই মিলনের মৃত্যু হয়।
পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত করতে দেহকে খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।