অবশেষে অন্তর্বর্তিকালীন উপাচার্য পেল মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট)। বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহযোগী অধ্যাপক 'শিক্ষারত্ন' ইন্দ্রনীল মুখোপাধ্যায়কে অস্থায়ী উপাচার্য পদে নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার সল্টলেকের ক্যাম্পাসে দায়িত্ব গ্রহণ করেন ইন্দ্রনীল মুখোপাধ্যায়। প্রায় দেড় মাস পর উপাচার্য পেল ম্যাকাউট।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ছিলেন সৈকত মিত্র। আদালতের রায়ের জেরে গত ১৪ মার্চ তিনি ইস্তফা দেন। তার পর থেকে ফাঁকা পড়ে ছিল উপাচার্য পদটি। রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহেই ম্যাকাউটে কোনও উপাচার্য নিয়োগ হয়নি।
সূত্রের খবর, উপাচার্যের নামের সুপারিশ করে রাজভবনে ফাইল পাঠায় শিক্ষা দফতর। কিন্তু রাজ্যপাল পাঠানো নামের বদলে নিজের পছন্দ ইন্দ্রনীল মুখোপাধ্যায়কে বেছে নেন।
বিশ্ববিদ্যালয় দেড় মাস ধরে উপাচার্যহীন থাকায় প্রশাসনিক সমস্যায় পড়তে হচ্ছিল কর্তৃপক্ষকে। সামাগ্রিক পরিচালনার পাশাপাশি, বিভিন্ন পরীক্ষা এবং তার ফল প্রকাশ আটকে ছিল।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নিয়ামক জানিয়েছেন, ম্যাকাউটের অধীন ২০০ ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। তার প্রথম ও তৃতীয় সেমেস্টারের পরীক্ষা হলেও উপাচার্য না থাকায় সেগুলির ফল ঘোষণা করা যাচ্ছিল না। নতুন উপাচার্য আসায় সেই সমস্যা মিটল।
তবে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রাজ্য-রাজ্যপাল সংঘাত যে স্তিমিত হয়নি তা ম্যাকাউটের ক্ষেত্রে আবারও স্পষ্ট হল। অস্থায়ী উপাচার্য হিসাবে নাম প্রস্তাব করে রাজভবন ফাইল পাঠিয়ে ছিল শিক্ষা দফতর। রাজ্যপাল বোস শিক্ষা দফতরের সেই প্রস্তাবিত উপাচার্যকে বেছে নেননি। তিনি নিজে থেকে ইন্দ্রনীল মুখোপাধ্যায়কে বেছে নিয়েছেন।
এর আগে একাধিকবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের চলে যাওয়াকে ভালো ভাবে নেয়নি রাজ্য সরকার। প্রতিক্রিয়া জানাতে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপালকে ‘মত্ত হাতি’-ও বলেন। দিন দু’য়েক আগেই তিনি বলেন, ‘রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়গুলিকে নিয়ন্ত্রণ করতে চায় না। কিন্তু বাইরের কোনও ভবন, সদন অথবা বাইরের কোনও পাল যদি নিয়ন্ত্রণ করতে চান তাহলে আমরা প্রতিবাদ করব।’ রাজনৈতিক কারবারীদের মতে এখানে পাল বলতে শিক্ষামন্ত্রী রাজ্যপাল বোসকেই বুঝিয়েছেন। ম্যাকাউট নতুন উপাচার্য পেল বটে, তবে তা তপ্ত আঁচের মধ্যে থেকেই।