বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ভাঙতে হবে ৭৩টি বাড়ি, মাথায় হাত বউবাজারের বাসিন্দাদের

ভাঙতে হবে ৭৩টি বাড়ি, মাথায় হাত বউবাজারের বাসিন্দাদের

বউবাজারের ঘরহারা মুখ। (Utpal Sarkar)

KMRCL-এর তরফে জানানো হয়েছে, কোন কোন বাড়ি ভাঙা হবে তা ৪৮ ঘণ্টা আগে শ্বেতপত্র প্রকাশ করে জানানো হবে। বাসিন্দাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করবে সংস্থা।

বউবাজারে মেট্রোর সুড়ঙ্গ বিপর্যয়ের বিকেলে এল আরও ভয়াবহ খবর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা সমীক্ষা করে জানিয়েছেন, এদিনের ধসে ক্ষতিগ্রস্ত ১০টি বাড়ি ছাড়াও বৌবাজারের বিভিন্ন অংশে মোট ৭৩টি বাড়ি ভাঙতে হবে KMRCL-কে।

বৃহস্পতিবার মধ্য রাত থেকে কলকাতার বিপিন বিহারী গঙ্গোপাধ্যায় সরণি সংলগ্ন মদন দত্ত লেনে একের পর এক বাড়িতে ফাটল ধরতে থাকে। আতঙ্কে বেরিয়ে আসেন বাসিন্দারা। খবর যায় KMRCL-এ। পুলিশকর্মীরা এসে এলাকার সমস্ত বাড়ি খালি করা শুরু করেন।

KMRCL-এর তরফে জানানো হয়েছে, কোন কোন বাড়ি ভাঙা হবে তা ৪৮ ঘণ্টা আগে শ্বেতপত্র প্রকাশ করে জানানো হবে। বাসিন্দাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করবে সংস্থা।

ওদিকে এই বিপর্যয়ের জেরে বউবাজার স্ট্রিটের দুপাশের দীর্ঘ এলাকার দোকানিদের। ওই এলাকায় রাস্তার ওপর পর পর সোনার গয়নার দোকান রয়েছে। প্রায় প্রতিটি বাড়িতে রয়েছে গয়না তৈরির কারখানা। দীপাবলির মুখে শুক্রবার সকালে দোকান খুলতে পারেননি অনেকে। অনেক দোকান খোলা গেলেও KMRCL-এর কাজের জেরে ওই এলাকায় খদ্দের ঢুকছে না। সব মিলিয়ে ফের ২০১৯ সালের আতঙ্ক বউবাজারজুড়ে। পরিস্থিতি মোকাবিলায় যদিও তৎপর সব পক্ষ, এই যা আশার কথা।

 

বন্ধ করুন