বাংলার রেল সরঞ্জাম তৈরির কোম্পানির সঙ্গে একসঙ্গে কাজ করতে আগ্রহী ব্রিটেনের রেল সংস্থা। সম্প্রতি ইউকে থেকে ১৮জন সদস্যের একটি টিম কলকাতায় এসেছিল। রেলের বিভিন্ন সরঞ্জাম তৈরির ক্ষেত্রে তারা বাংলার সংস্থার সঙ্গে কাজ করতে আগ্রহী বলে খবর। মূলত ওয়াগন তৈরি নিয়ে তাদের সঙ্গে কলকাতার কোম্পানির কথাবার্তা হয়েছে। রেলের বিভিন্ন উন্নত প্রযুক্তি নিয়েও দুপক্ষের মধ্য়ে কথাবার্তা হয়েছে।
ব্রিটেন সরকারের ব্যবসা, বাণিজ্য বিষয়ক দফতর ও রেলওয়ে ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের তরফে এই প্রতিনিধিদল এসেছিল কলকাতায়। টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলেছেন সেই প্রতিনিধিদলের এক্সপোর্ট ডিরেক্টর নীল ওয়াকার। তিনি জানিয়েছেন, রেলওয়ে সেক্টরে ভারতীয় কোম্পানির সঙ্গে কাজ করতে আমরা আগ্রহী। আমরা সেকারণেই কলকাতায় এসেছি। দিল্লি ও কলকাতায় ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে সমণ্বয় রেখে আমরা কাজ করছি।
সূত্রের খবর, টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের কারখানায় ব্রিটিশ প্রতিনিধিদল গিয়েছিল। টেক্সম্যাকোর ভাইস চেয়ারম্যান ইন্দ্রজিৎ মুখোপাধ্য়ায় টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, কীভাবে আমরা কাজ করি সেটাই আমরা তাঁদের জানিয়েছি।
এদিকে বেঙ্গল চেম্বার অফ কমার্সও তাদের নানাভাবে সহায়তা করেছে। তবে এভাবে বাংলার রেল কোম্পানির সঙ্গে কাজ করতে চেয়ে যে ভাবে ব্রিটেনের কোম্পানি আগ্রহ দেখিয়েছে এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এককথায় এই যৌথ ব্যবস্থাপনার মাধ্য়মে বাংলায় শিল্পের জোয়ার আসতে পারে বলে মনে করছেন অনেকেই।
সম্প্রতি বিনিয়োগ টানতে স্পেনে গিয়েছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। একাধিক নামী সংস্থার সঙ্গে তাঁর কথা হয়েছে বলে খবর। তবে ব্রিটেনে তিনি না গেলেও ব্রিটেনের নামী সংস্থা এবার কলকাতার রেল সংস্থার সঙ্গে কাজ করতে আগ্রহী। বাংলার শিল্পায়নের নিরিখে এটা নিঃসন্দেহে বড় খবর, আশার খবর।
এদিকে এর আগে বেঙ্গালুরু, পুনে, সুরাট, আমেদাবাদের মেট্রো প্রকল্পের সঙ্গে নাম জড়িয়েছে বাংলার রেল কারখানার। এবার ব্রিটেনের নামী রেল প্রস্তুতকারক সংস্থা বাংলার রেলকারখানার সঙ্গে গাটছড়া বাঁধতে চাইছে।