বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > উদ্ধার হওয়া টাকা পার্থরই, জেরায় জানিয়েছেন অর্পিতা, চার্জশিটে উল্লেখ ED-র

উদ্ধার হওয়া টাকা পার্থরই, জেরায় জানিয়েছেন অর্পিতা, চার্জশিটে উল্লেখ ED-র

পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় 

চার্জশিটে ইডি আরও জানিয়েছে, অর্পিতার সম্মতিতেই সেখানে রাখা ছিল টাকা ও গয়না। এমনকী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একাধিক যৌথ সম্পত্তি ছিল অর্পিতার।

তাঁর ২টি ফ্ল্যাট থেকে উদ্ধার টাকা ও গয়নার মালিক পার্থ চট্টোপাধ্যায়। জেরায় এই কথা জানিয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায়। পার্থর বিরুদ্ধে পেশ করা চার্জ শিটে এমনটাই জানিয়েছে ইডি। এমনকী অর্পিতার সঙ্গে পার্থর যৌথ সম্পত্তি, জীবনবিমার কথাও উল্লেখ রয়েছে চার্জশিটে।

ইডি জানিয়েছে, গত ৪ অগাস্ট ইডিকে অর্পিতা জানিয়েছেন, গত ২৩ ও ২৭ জুলাই তাঁর টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে যে টাকা ও গয়না উদ্ধার হয়েছে তা পার্থ চট্টোপাধ্যায়ের। সঙ্গে তিনি জানিয়েছেন, নিজের ও মায়ের নিরাপত্তার কথা ভেবে প্রথমে একথা বলতে পারেননি তিনি।

চার্জশিটে ইডি আরও জানিয়েছে, অর্পিতার সম্মতিতেই সেখানে রাখা ছিল টাকা ও গয়না। এমনকী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একাধিক যৌথ সম্পত্তি ছিল অর্পিতার। পার্থ চট্টোপাধ্যয়া অর্পিতার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতেন। অর্পিতার ৩২টি LIC পলিসির নমিনি পার্থ চট্টোপাধ্যায়। সঙ্গে ভুয়ো কোম্পানি খুলে চলত কালো টাকা সাদা করার খেলা।

যদিও উদ্ধার হওয়া টাকার মালিকানা নিয়ে আদালতে পেশের সময় পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ওই টাকা আমার নয়, আমার নয়, আমার নয়। তবে ইডির দাবি, অর্পিতার বয়ানে স্পষ্ট টাকার মালিক পার্থই।

 

বাংলার মুখ খবর

Latest News

কোন মন্ত্রে শতশত বছর ধরে টিঁকে ভারতের মন্দিরগুলি? 'বিস্ময়' ফুটিয়ে তুলবে এই পুজো পুজোয় মুখের উজ্জ্বলতা বাড়াতে খাদ্যতালিকায় রাখুন এই রস! কম খরচেই হবে বাজিমাত ED-র গুঁতোয় জেরবার Bookmyshow, কোল্ডপ্লে শোর টিকিট ব্ল্যাক নিয়ে FIR সংস্থার 'অত সময় নেই', বললেন আঁকা শুরুর আগে, শেষ পর্যন্ত ক্যানভাসে কী ফুটিয়ে তুললেন মমতা? ‘আড়িয়াদহের জয়ন্তর মতো এ আরেকটা বড় লুম্পেন’ চুমু খেলেই মৃৃত্যু হতে পারে! ঠোঁটে ঠোট লাগানোর আগে তিন শর্ত দিলেন তরুণী দেবের সঙ্গে তাঁর ঝগড়ায় সেতুবন্ধনের কাজ কে করে? খোলসা করলেন রুক্মিণী পুজোর মুখে দার্জিলিংয়ে আরও দুর্যোগ, ধসের পর এবার জলের তোড়ে ভেসে গেল সেতু পুজোয় একটু মিষ্টিমুখ না হলে চলে ? বাড়িতেই বানিয়ে নিন নবদ্বীপের মিষ্টি দই ১২ বছরেও MBBS-এ পাশ করতে পারেনি, তার ‘চিকিৎসায়’ মারা গেল রোগী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.