নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির দফতরে হাজিরা দিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের একদা ঘনিষ্ঠ নিলয় মালি। বুধবার বেলা ১২টা নাগাদ বিধাননগর সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেন তিনি। গোয়েন্দারা জানতে পেরেছেন, চাকরি বিক্রির কালো টাকায় নিলয়ের নামে গাড়ি ও সম্পত্তি কিনেছিলেন শান্তনু। তবে দেড় বছর আগে তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।
গত ১৮ মার্চ বলাগড়ে শান্তনুর রিসর্টে তল্লাশি চালানোর সময় নিলয়কে ডেকে জেরা করেছিলেন গোয়েন্দারা। তখনই জানা যায়, শান্তনুর স্ত্রীর প্রোমোটারির কারবারে অংশীদার ছিলেন নিলয়। ওই সংস্থায় ডিরেক্টর ছিলেন তিনি। নিলয়ের নামে বেশ কয়েকটি সম্পত্তি কেনেন শান্তনু। এমনকী যে গাড়িটি শান্তনু ব্যবহার করতেন সেটিও নিলয়ের নামে কেনা। গোয়েন্দারা আরও জানতে পেরেছেন, শান্তনু ধাবা তৈরির পর নিজের ধাবা তৈরি করেছিলেন নিলয়ও। এই নিয়ে ২ জনের বিবাদের সূত্রপাত। তার পর ধীরে ধীরে শান্তনুর থেকে সরে আসেন নিলয়। নিলয় জানিয়েছেন, সিভিক ভলান্টিয়ারের চাকরি করতেন তিনি। সেই চাকরি দেড় মাস আগে ছেড়ে দিয়েছেন তিনি। অর্থাৎ কুন্তলের গ্রেফতারি ও শান্তনুকে ইডি জিজ্ঞাসাবাদ শুরু করতেই চাকরি ছাড়েন নিলয়।
বুধবার নিলয়কে একাধিক নথি নিয়ে হাজিরা দিতে বলেছেন গোয়েন্দারা। শান্তনু ও তাঁর সম্পত্তি, এবং গাড়ির ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা।