বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Egra Blast: খাদিকুল বিস্ফোরণে মৃত আরও ১, মৃতের সংখ্যা বেড়ে হল ১২

Egra Blast: খাদিকুল বিস্ফোরণে মৃত আরও ১, মৃতের সংখ্যা বেড়ে হল ১২

খাদিকুলের বিস্ফোরণস্থল।

শনিবার ভোর রাতে SSKM হাসপাতালে মৃত্যু হয় রবীন্দ্রনাথ মাইতি। বেলা গড়াতে মৃত্যু হল পিঙ্কি মাইতিরও। এর ফলে ওই বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল ১২।

এগরাকাণ্ডে মৃত্যু হল আরও ১ জনের। শনিবার বেলা ১১টা ৩০ মিনিট নাগাদ কলকাতার SSKM হাসপাতালে মৃত্যু হয় পিঙ্কি মাইতি নামে বিস্ফোরণে দগ্ধ এক মহিলার। মঙ্গলবার রাত থেকে SSKM-এ চিকিৎসাধীন ছিলেন তিনি। পিঙ্কিদেবীর মৃত্যুর ফলে খাদিকুল বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল ১২।

গত মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের ওড়িশা সীমানা লাগোয়া খাদিকুল গ্রামে তৃণমূল নেতা ভানু বাগের অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। এই ঘটনায় গুরুতর আহত রবীন্দ্রনাথ মাইতি ও পিঙ্কি মাইতিকে ভর্তি করা হয় কলকাতার SSKM হাসপাতালে। ওদিকে ওড়িশার কটকের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খোঁজ পাওয়া যায় বাজি কারখানার মালিক তৃণমূল নেতা ভানু বাগের। শুক্রবার ভোর রাতে সেখানেই পঞ্চত্বপ্রাপ্তি হয় তাঁর।

শনিবার ভোর রাতে SSKM হাসপাতালে মৃত্যু হয় রবীন্দ্রনাথ মাইতি। বেলা গড়াতে মৃত্যু হল পিঙ্কি মাইতিরও। এর ফলে ওই বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল ১২।

খাদিকুল বিস্ফোরণের NIA তদন্তে তাঁর কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরে পুলিশ FIR দায়ের না করলে দেখা যায় তাতে নেই বিস্ফোরক আইনের কোনও ধারা। এই ধারা না থাকলে কোনও তদন্ত NIAকে হস্তান্তর করা যায় না। ফলে বিরোধীরা প্রশ্ন তোলে, ১২ জনের মৃত্যুর তদন্ত কি কোনও ভাবে ধামাচাপা দিতে চায় রাজ্য সরকার?

 

বন্ধ করুন