বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে, বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে, বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কেউ নিজে কিছু করবে না, আদালত করলে তাকেই কাঠগড়ায় দাঁড় করাবে। কাউকে রেয়াত করা হবে না। অতিরিক্ত শূন্যপদ তৈরি করে দুর্নীতি ধামাচাপা দিতে দেব না' ক্ষোভ প্রকাশ করে বললেন বিচারপতি

কুন্তল ঘোষের বাড়িতে টেটের OMR শিট উদ্ধার হওয়ায় তীব্র উদ্বেগ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার এজলাসে বিষয়টি উত্থাপিত হলে কড়া মন্তব্য করেন বিচারপতি। বলেন কাউকে রেয়াত করা হবে না।

এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে। কী করে কুন্তল ঘোষের কাছে OMR শিট অ্যাডমিট কার্ড পৌঁছল। কারা বসে রয়েছে পর্ষদে? কী করে হয় এই দুর্নীতি? কেউ নিজে কিছু করবে না, আদালত করলে তাকেই কাঠগড়ায় দাঁড় করাবে। কাউকে রেয়াত করা হবে না। অতিরিক্ত শূন্যপদ তৈরি করে দুর্নীতি ধামাচাপা দিতে দেব না’।

এই নিয়ে মামলাকারীদের আইনজীবী তথা রাজ্যসভায় বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘মুখ্যমন্ত্রী নিজে এই দুর্নীতিতে যুক্ত। উনি সাঙ্গপাঙ্গদের দিয়ে এই সব করাচ্ছেন। আমি এই ঘটনায় মোটেও আশ্চর্য নই। ইডি - সিবিআইকে তদন্তের গতি বাড়াতে হবে।’

এদিন আদালতে ইডির আইনজীবী জানান, কুন্তল ঘোষের বাড়ি থেকে ১৮৬টি OMR শিট উদ্ধার হয়েছে। সূত্রের খবর, তার মধ্যে ৩০টি OMR শিট গত ১১ ডিসেম্বর ২০২২ এর প্রাথমিক টেটের। কুন্তলের দাবি, RTI করে ওই OMR শিট হাতে পেয়েছেন তিনি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বন্ধ করুন