বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Firhad Hakim: ‘পুজোয় হোর্ডিং, মণ্ডপ তৈরির নামে গাছ কাটলেই FIR করুন’ নির্দেশ মেয়রের

Firhad Hakim: ‘পুজোয় হোর্ডিং, মণ্ডপ তৈরির নামে গাছ কাটলেই FIR করুন’ নির্দেশ মেয়রের

ফাইল ছবি (HT_PRINT)

এদিন মেয়র জানান, ‘কোনওভাবেই গাছ কাটা যাবে না। আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি গাছ কাটলে এফআইআর করতে হবে।’ কলকাতা পুরসভার চেম্বার কাউন্সিলে এই বৈঠকের আয়োজন করা হয়। মণ্ডপ তৈরি বা হোর্ডিং লাগানোর জন্য গাছ কাটার অভিযোগ শুনে কার্যত ক্ষোভে ফেটে পড়েন মেয়র। 

দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই দুর্গাপুজোর প্রস্তুতি নিতে শুরু করেছে বহু পুজো কমিটি। প্রতিবছরই দুর্গাপুজোর হোর্ডিং, ব্যানার লাগানো এবং মণ্ডপ তৈরিকে কেন্দ্র করে গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে। তবে এবার পুজোকে কেন্দ্র করে গাছ কাটা রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। গাছ কাটার কোনও অভিযোগ পেলেই এফআইআর করতে হবে সাফ জানিয়ে দিয়েছেন মেয়র। সোমবার দুর্গাপুজো উপলক্ষে বিভিন্ন সরকারি দফতরের মধ্যে সমন্বয়ে বৈঠক হয়। সেই বৈঠকে এই বার্তা দিয়েছেন ফিরহাদ হাকিম।

আরও পড়ুন: পুলিশকে সিসিটিভি পরীক্ষার নির্দেশ দিলেন মেয়র, দুর্গাপুজোর বৈঠকে কড়া ফিরহাদ

এদিন মেয়র জানান, ‘কোনওভাবেই গাছ কাটা যাবে না। আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি গাছ কাটলে এফআইআর করতে হবে।’কলকাতা পুরসভার চেম্বার কাউন্সিলে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে মেয়র ছাড়াও পুরসভার কমিশনার বিনোদ কুমার, বিভাগীয় ডি জি, বোরো চেয়ারম্যান–সহ কাউন্সিলর, কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা এবং দমকল বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। মণ্ডপ তৈরি বা হোর্ডিং লাগানোর জন্য গাছ কাটার অভিযোগ শুনে কার্যত ক্ষোভে ফেটে পড়েন মেয়র। এ বিষয়ে তিনি পুরসভার উদ্যান বিভাগকে সতর্ক থাকতে বলেছেন। তাঁর স্পষ্ট কথা, হোর্ডিংয়ের নামে সবুজ ধ্বংস করা চলবে না। এ বিষয়ে উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, পুজোকে ঘিরে গাছের যেন কোনও ক্ষতি না হয় সে বিষয়ে বোরো ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেওয়া হয়েছে। 

এছাড়াও এই দিনের বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে খারাপ রাস্তা সংস্কার, বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এবং ম্যানহোলের ঢাকনা চুরি হয়ে যাওয়া প্রভৃতি বিষয়ে আলোচনা হয়েছে। কলকাতায় যে সমস্ত রাস্তা খারাপ হয়েছে সেগুলি দ্রুত সংস্কারের জন্য টেন্ডার ডাকার প্রক্রিয়া দ্রুত শেষ করতে বলেছেন মেয়র। এছাড়া অতীতে বাতিস্তম্ভের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা অনেক ঘটেছে। সে কথা মনে করিয়ে দিয়ে মেয়র বাতিস্তম্ভগুলি ঠিক অবস্থায় আছে কিনা তা খতিয়ে দেখতে বলেন।

তাছাড়া, শহরে ম্যানহোলের ঢাকনা চুরি নিয়ে উদ্বিগ্ন মেয়র। এদিনের বৈঠকে ঢাকনা চুরি বন্ধ করতে পুলিশকর্তাদের কঠোর পদক্ষেপ করতে বলেছেন মেয়র। অন্যদিকে, পুজোর সময় অবৈধ পার্কিং বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই সময় অবৈধ পার্কিং যেমন বেড়ে যায়, তেমনি পার্কিংয়ের নামে টাকা তোলার মতো অভিযোগ বেড়ে যায়। তা থামাতে পুলিশকে পদক্ষেপ করতে বলেছেন মেয়র। এছাড়াও, শহরে থাকা সিসিটিভি ঠিকমতো খতিয়ে দেখতে বলেছেন মেয়র।

 

বন্ধ করুন