
প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গে কমল করোনা রোগীর সংখ্যা, মৃতের সংখ্যা বেড়ে ১৯৮
১ মিনিটে পড়ুন . Updated: 12 May 2020, 10:02 PM IST- রাজ্যে করোনা রোগীর কমলেও সংক্রমণের গতিতে রাশ পড়েনি। মঙ্গলবার করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত করা গিয়েছে ১১০ জনকে।
পশ্চিমবঙ্গে প্রথমবার নিম্নমুখী হল করোনা রোগীর সংখ্যা। মঙ্গলবার নবান্নে বসে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, মঙ্গলবার পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন ১৩৬৩ জন। যা সোমবারের থেকে ৩ জন কম। মঙ্গলবার করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের। যার ফলে মৃতের সংখ্যা হল ১৯৮।
রাজ্যে করোনা রোগীর কমলেও সংক্রমণের গতিতে রাশ পড়েনি। মঙ্গলবার করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত করা গিয়েছে ১১০ জনকে। ওদিকে করোনামুক্ত হয়ে বিভিন্ন হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ১১৩ জন। যার ফলে কমেছে অ্যাক্টিভ কেসের সংখ্যা।
মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২,১৭৩ জন। কলকাতা শহরে মোট করোনা রোগী ১,০৪১ জন। আর হাওড়ায় ৪৭৭ জন। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে রেকর্ড ৫০০৭টি নমুনা পরীক্ষা হয়েছে। পশ্চিমবঙ্গের মোট করোনা রোগীর ২৮.১৬ শতাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন তিনি।