নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম পান্ডা সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদন খারিজ করে বিস্ফোরক দাবি করল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে ছিল মামলার শুনানি। এদিন সুবীরেশের জামিনের আবেদন পত্রপাঠ খারিজ করে বিচারপতিরা ইঙ্গিত দেন, যে কাজ তিনি করেছেন তাতে আগামী ১ বছরেও জামিন পাবেন না সুবীরেশ।
এদিন জামিনের পক্ষে সওয়াল করে সুবীরেশের আইনজীবী বলেন, সুবীরেশ ভট্টাচার্য একজন উচ্চশিক্ষিত মানুষ। তিনি তদন্তে সব রকম সহযোগিতা করেছেন। জামিন দিলে তাঁর পালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাছাড়া এই দুর্নীতিতে সরাসরি জড়িত নন তিনি।
পালটা সিবিআইয়ের আইনজীবী সওয়াল করে বলেন, সুবীরেশের বিরুদ্ধে নিত্যনতুন অভিযোগ আসছে। বর্তমানে তাঁর বিরুদ্ধে গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার তদন্ত চলছে। এই অবস্থায় তাকে জামিন দিলে তদন্ত প্রভাবিত হতে পারে। এছাড়া অতীতে তিনি তথ্যপ্রমাণ নষ্ট করেছেন। আগামীতে ফের সেই কাজ করতে পারেন।
দুই পক্ষের সওয়াল শুনে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। আদালত বলে, ‘দুর্নীতিতে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন সুবীরেশ। উচ্চ শিক্ষিত হয়েও সমাজের সঙ্গে চরম প্রতারণা করেছেন তিনি। অযোগ্যদের চাকরি দিয়ে যোগ্যদের বঞ্চিত করেছেন। অন্যদিকে অযোগ্যদের হাতে আগামী প্রজন্মের শিক্ষার ভার তুলে দিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছেন। এর থেকে বড় প্রতারণা কী হতে পারে’? এর পর ইঙ্গিতে বিচারপতিরা বলেন, আরও এক বছর জামিন মঞ্জুর হবে না।
নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে একের পর এক ধাক্কা খাচ্ছে অভিযুক্তরা। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি বিশ্বজিৎ বসু বিভিন্ন সময় অভিযুক্ত ও রাজ্য সরকারকে ভর্ৎসনা করেছেন। এবার ডিভিশন বেঞ্চেও চরম ভর্ৎসনার মুখে পড়ল তারা।