বিজেপি সভাপতি জেপি নড্ডার রাজ্য সফরের মধ্যেই কলকাতায় আসছেন RSS প্রধান মোহন ভগবৎ। শুক্রবার মোহন ভগবতের সঙ্গেই রাজ্যে আসছেন সংগঠনের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবোলে। শুক্র ও শনিবার কলকাতায় RSS-এর পূর্বাঞ্চলীয় ক্ষেত্রের কার্যকারিনীর বৈঠকে যোগ দেবেন তাঁরা। শুক্রবারই ৩ দিনের সফরে কলকাতায় আসছেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। তিনি বিজেপির পূর্বাঞ্চলীয় সম্মেলনে যোগদান করবেন।
RSS সূত্রে জানা গিয়েছে, শুক্র ও শনিবার কলকাতায় RSS-এর সদর দফতর কেশব ভবনে পূর্বাঞ্চলীয় ক্ষেত্র কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে হাজির থাকবেন পশ্চিমবঙ্গ, অসম ও বিহারের নেতারা। সেই বৈঠকে যোগদান করতেই কলকাতায় আসছেন RSS-এর ২ শীর্ষ নেতা। সূত্রের খবর, পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে RSS-এর কল্যাণমূলক প্রকল্পগুলির পর্যালোচনা ও নতুন প্রকল্প চালুর ব্যাপারে আলোচনা হবে বৈঠকে।
তবে RSS-এর ব্যাখ্যা মানতে নারাজ অনেকেই। বিশেষ করে একই সঙ্গে রাজ্যে বিজেপি সভাপতি ও RSS প্রধানের আগমনে রাজনৈতিক যোগ খুঁজছে তারা। তাদের দাবি, লোকসভা ভোটের আগে সংগঠনকে মজবুত করতে রূপরেখা তৈরি করে দিতে পারেন তাঁরা। যদিও নড্ডা ও ভগবৎ একসঙ্গে কোনও বৈঠকে হাজির থাকবেন কি না তা এখনও জানা যায়নি।