বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > খাস কলকাতায় দুই বাস কন্ডাক্টরের বিবাদে কুপিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত নিয়াজউদ্দিন

খাস কলকাতায় দুই বাস কন্ডাক্টরের বিবাদে কুপিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত নিয়াজউদ্দিন

প্রতীকি ছবি

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গীতাঞ্জলি স্টেডিয়ামের পাশের ওই রাস্তায় রাতে 3C/1 রুটের বাস পার্কিং করা থাকে। নিহত ও অভিযুক্ত দুজনেই ওই রুটের ২ বাসের কন্ডাক্টর। রাত ১২টা নাগাদ বাস রাখার করানোর পর ২ জনের মধ্যে কোনও কিছু নিয়ে বিবাদ শুরু হয়।

গভীর রাতে কলকাতার কসবায় এক বাস কন্ডাক্টরকে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ উঠল অন্য এক বাস কন্ডাক্টরের বিরুদ্ধে। শুক্রবার মধ্যরাতে ঘটনাটি ঘটে কসবায় গীতাঞ্জলি স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে। নিহত কন্ডাক্টরের নাম উজ্জ্বল হালদার। অভিযুক্ত শেখ নিয়াজউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গীতাঞ্জলি স্টেডিয়ামের পাশের ওই রাস্তায় রাতে 3C/1 রুটের বাস পার্কিং করা থাকে। নিহত ও অভিযুক্ত দুজনেই ওই রুটের ২ বাসের কন্ডাক্টর। রাত ১২টা নাগাদ বাস রাখার করানোর পর ২ জনের মধ্যে কোনও কিছু নিয়ে বিবাদ শুরু হয়। ক্রমে বিবাদ বাড়তে থাকে। এরই মধ্যে ছুরি বার করে গীতাঞ্জলি স্টেডিয়ামের পাশের ফুটপাথে উজ্জ্বলকে কোপাতে থাকেন নিয়াজউদ্দিন।

টালির চালার ঘরে কেটেছিল শৈশব, সেই প্রসন্নর সম্পত্তি দেখে হতবাক পুরনো প্রতিবেশীরা

বড় রাস্তার পাশে ওই জায়গায় গভীর রাতেও কিছু লোক থাকে। উজ্জ্বলকে কোপাতে দেখে এগিয়ে যান তাঁরা। তখন নিয়াজউদ্দিন এলাকা ছেড়ে পালায়। আহত উজ্জ্বলবাবুকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ঘটনাস্থল থেকে কয়েকশ মিটার দূরেই কসবা থানা। রাতেই নিয়াজউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাঁকে আদালতে পেশ করা হয়েছে। তবে কী বিষয়ে বিবাদের জেরে এই খুন তা এখনো জানা যায়নি। পুলিশের দাবি, ফল কাটার ছুরি দিয়ে উজ্জ্বল হালদারের ওপর হামলা চালিয়েছিল নিয়াজউদ্দিন। সেটি উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গার্ড রেল গিয়ে এলাকাটি ঘিরে রেখেছেন পুলিশকর্মীরা। ঘটনাস্থলে পাহারায় রয়েছেন কয়েকজন। এলাকায় তখনও চাপা আতঙ্ক। অভিযুক্তের কড়া শাস্তি দাবি করেছেন অন্য বাসচালক ও কন্ডাক্টররা।

 

বন্ধ করুন