বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর দলবদলে তীব্র প্রতিক্রিয়া জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, ‘উনি ইস্তফা দিন। রায়গঞ্জের মানুষ আবার ভোট দিক।’
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘পার্টির শৃঙ্খলার প্রশ্নের কোন কম্প্রোমাইজ হবে না ! আমরা ওনাকে আগেই শো-কজ করেছি! আজ শোকজের জবাব দেওয়ার দিন ছিল! দলের শৃঙ্খলা ও গঠনতন্ত্রটাই বড় কথা! বিধায়ক পদ থেকে যদি ইস্তফা না দেয় তাহলে যেমন উত্তরপ্রদেশে নির্বাচন হবে সেইসঙ্গে রায়গঞ্জের উপ নির্বাচন হবে।’
শুভেন্দু অধিকারীর দাবি, নিজের ব্যবসার কল্যাণে বিজেপি ছেড়েছেন কৃষ্ণ কল্যাণী। তিনি বলেন, ‘কৃষ্ণ কল্যাণীকে আমি বাজেট বিতর্কে ১৫ মিনিট বলার সুযোগ দিয়েছিলাম। বাজেট নিয়ে আলোচনা না করে পুরো সময়টাই উনি সয়াবিন নিয়ে কথা বলেন। মানে নিজের ব্যবসা নিয়ে। আমারই লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছিল।’
সঙ্গে কৃষ্ণ কল্যাণীকে শুভেন্দুবাবুর প্রচ্ছন্ন হুঁশিয়ারি, ‘শুধু একটাই কথা বলবো, ইস্তফাটা দিয়ে দিন। রায়গঞ্জের মানুষ আবার ভোট দিক। রায়গঞ্জের মানুষ ২০১৯ সাল থেকে বিজেপির সঙ্গে রয়েছেন।’
দীর্ঘ জল্পনা শেষে শুক্রবার বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তবে এখনো কোনও দলে যোগ দেননি তিনি।