বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বনি আমার সঙ্গে ৫ বছর কাজ করেছে, তার টাকা দিয়েছি: কুন্তল ঘোষ

বনি আমার সঙ্গে ৫ বছর কাজ করেছে, তার টাকা দিয়েছি: কুন্তল ঘোষ

কুন্তল ঘোষ ও বনি সেনগুপ্ত

সাংবাদিকরা জানতে চান, বনিকে কি আপনি গাড়ি কিনে দিয়েছিলেন? জবাবে কুন্তল বলেন, বনিকে আমি তার প্রাপ্য টাকা দিয়েছি। এবার সেই টাকা দিয়ে সে কী করেছে সেটা আমি কী করে বলব?

কুন্তলের সঙ্গে লেনদেনের সুবাদে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে অভিনেতা বনি সেনগুপ্তের। তার জেরে ইডির তলবে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরাও দেন অভিনেতা। সংবাদমাধ্যমের সামনে নিজেকে নির্দোষ বলে দাবি করেন। আদালত থেকে জেলে ফেরার পথে বনিকে ক্লিনচিট দেন কুন্তল ঘোষও। তিনি বলেন, বনি আমার সঙ্গে ৫ বছর কাজ করেছে।

এদিন আদালত থেকে বেরনোর পর কুন্তলের কাছে সাংবাদিকরা জানতে চান, বনি সেনগুপ্তকে ইডি ডেকেছে, উনি কি আপনার কাছ থেকে টাকা নিয়েছেন? জবাবে কুন্তল বলেন, বনি আমার সঙ্গে ৫ বছর কাজ করেছে। ২০১৬ – ২০২০ সাল পর্যন্ত ও আমার সঙ্গে কাজ করেছে। তার টাকা আমি ওকে দিয়েছি।

এর পর সাংবাদিকরা জানতে চান, বনিকে কি আপনি গাড়ি কিনে দিয়েছিলেন? জবাবে কুন্তল বলেন, বনিকে আমি তার প্রাপ্য টাকা দিয়েছি। এবার সেই টাকা দিয়ে সে কী করেছে সেটা আমি কী করে বলব?

কুন্তলের সঙ্গে যে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এদিন তা স্বীকার করে নিয়েছেন বনি। জানিয়েছেন কুন্তলের ফ্ল্যাটে একাধিকবার গিয়েছেন তিনি। এমনকী কুন্তলের ছেলের জন্মদিনের পার্টিতেও দেখা গিয়েছে তাঁকে। বনি বলেন, কুন্তল পরিবারের মতো হয়ে গিয়েছিল।

 

বন্ধ করুন