বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > দল এবিষয়ে কিছু জানে না, গ্রেফতারির পর দাবি কুন্তল ঘোষের

দল এবিষয়ে কিছু জানে না, গ্রেফতারির পর দাবি কুন্তল ঘোষের

সিজিও কমপ্লেক্সে কুন্তল ঘোষ।

সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুন্তল বলেন, দল এবিষয়ে কিছু জানে না। দলকে জড়াবেন না।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শনিবারই যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষকে গ্রেফতার করেছে ইডি। গ্রেফতারির পর নিজেকে নির্দোষ বলে দাবি করে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন কুন্তল। কিন্তু দলকে জড়িয়ে প্রশ্ন করতেই মুখে কুলুপ আঁটেন তিনি। পরে যদিও তিনি দাবি করেন, ‘দল এবিষয়ে কিছু জানে না।’

যুব তৃণমূল নেতা কুন্তলের বিরুদ্ধে ডিএলএডে অফলাইন রেজিস্ট্রেশন, পাশ করিয়ে দেওয়া ও প্রাথমিক ও উচ্চ প্রথামিকে চাকরি দেওয়ার নামে প্রায় ১৯.৫ কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টারও বেশি তাঁর চিনার পার্কের ২টি ফ্ল্যাটে তল্লাশি চালান ইডির গোয়েন্দারা। শনিবার সকাল ৯টা নাগাদ তাঁকে গ্রেফতার করে বিধাননগর মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যান গোয়েন্দারা। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুন্তল জানান, আমি কারও থেকে টাকা নিইনি। তাপস মণ্ডল আমার কাছে ৫০ লক্ষ টাকা চেয়েছিলেন। সেই টাকা না দেওয়ায় আমাকে ফাঁসিয়েছেন উনি ও গোপাল দলপতি নামে এক ব্যক্তি। এর পরই সাংবাদিকরা জানতে চান, পার্থ চট্টোপাধ্যায় বা মানিক ভট্টাচার্য কি এই লেনদেনের কথা জানতেন। প্রশ্নের কোনও উত্তর না দিয়েই হাসপাতালের ভিতরে ঢুকে যান কুন্তল। 

এর পর সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুন্তল বলেন, দল এবিষয়ে কিছু জানে না। দলকে জড়াবেন না। 

এদিনই কুন্তলকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করবে ইডি। ধৃতকে হেফাজতে নিয়ে আরও তথ্য পাওয়া যাবে বলে আশাবাদী তাঁরা। সঙ্গে জল্পনা শুরু হয়েছে গোপাল দলপতির পরিচয় নিয়েও।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন