বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Leaps and Bounds: ফাইল ডাউনলোডের তদন্তে ইডিকে সশরীরে হাজিরার নির্দেশ কলকাতা পুলিশের

Leaps and Bounds: ফাইল ডাউনলোডের তদন্তে ইডিকে সশরীরে হাজিরার নির্দেশ কলকাতা পুলিশের

কলকাতা পুলিশের সদর দফতর। 

কী ভাবে কম্পিউটারে অজানা ফাইল ডাউনলোড হল, সশরীরে হাজিরা দিয়ে জানাতে হবে ইডির এক আধিকারিককে, চিঠি দিল লালবাজার। 
  • জবাবে ইডি জানিয়েছে, যা জানানোর জানানো হয়ে গিয়েছে। 
  • চিঠিতে হবে না, সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে কম্পিউটারে ফাইল ডাউনলোড রহস্যের, ইডি চিঠি দিয়ে একথা জানাল লালবাজার। পালটা ই-মেলে ইডি জানাল, যা জানানোর জানিয়ে দেওয়া হয়েছে। যার ফলে লিপস অ্যান্ড বাউন্ডসের কম্পিউটারে অজানা ফাইল ডাউনলোডের অভিযোগ নিয়ে ইডি ও কলকাতা পুলিশের সম্মুখ সমর শুরু হল বলে মনে করা হচ্ছে।

    লিপস অ্যান্ড বাউন্ডসের কম্পিউটারে অজানা ফাইল ডাউনলোডের অভিযোগ নিয়ে শনিবার লালবাজারকে চিঠি দিয়ে ব্যাখ্যা দেয় ইডি। জানায়, মেয়ের জন্য হস্টেল খোঁজার কাজে লিপস অ্যান্ড বাউন্ডসের একটি কম্পিউটার ব্যবহার করেছিলেন ইডির এক আধিকারিক। সেটা লিপস অ্যান্ড বাউন্ডসের কর্মীদের জ্ঞাতসারেই হয়েছিল। সেই সময় কম্পিউটারে কয়েকটি ফাইল ডাউনলোড হয়ে গিয়েছিল। কিন্তু চিঠির জবাবে খুশি নয় লালবাজার। সোমবার তারা ইডিকে চিঠি দিয়ে জানায়, সশরীরে হাজিরা দিয়ে ব্যাখ্যা দিতে হবে ওই ঘটনার। কিন্তু লালবাজারে সশরীরে হাজিরা দিতে রাজি নয় ইডি। পালটা চিঠিতে তারা জানিয়েছে, যা জানানোর জানিয়ে দিয়েছে তারা।

    সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার লিপস অ্যান্ড বাউন্ডসকে ‘আমার সংস্থা’ বলে উল্লেখ করেন। বলেন, ‘আমার অফিসে গিয়ে তল্লাশি করেছে। তার সঙ্গে ১৬টা ফাইল একটা কম্পিউটারে ডাউনলোড করে দিয়ে চলে এসেছে। ’

    বিরোধীদের দাবি, তদন্ত থেকে নজর ঘোরাতে ও ইডির ওপর চাপ তৈরি করতে এব্যাপারে অতিসক্রিয়তা দেখাচ্ছে লালবাজার। অভিষেক বন্দ্যোপাধ্যায় অঙ্গুলিহেলনে কাজ করছে কলকাতা পুলিশ। সোমবার ইডির বিরুদ্ধে ফাইল ডাউনলোডের অভিযোগকারী লিপস অ্যান্ড বাউন্ডসের সহকারী হিসাবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়কে জেরা করেন ইডির তদন্তকারীরা। ২০ অগাস্ট তল্লাশির সময় বাজেয়াপ্ত একটি ফোন আনলক করার চেষ্টা করেন তাঁরা।

     

    বাংলার মুখ খবর

    Latest News

    সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল SSCর ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ইমার্জেন্সির মুক্তি জটের মাঝেই বাড়ি বেচলেন কঙ্গনা, টাকার দরকার BJP সাংসদের? রেললাইনের উপর সিমেন্টের বিরাট ব্লক, ছুটে আসছিল মালগাড়ি…পুজোর আগে নাশকতার ছক? ‘সারা রাত মৃতদেহ ঝুলেছিল, ৮ ঘণ্টা পরে..’, ছাত্র মৃত্যুতে ফুঁসছে IIT গুয়াহাটি ‘আমি পাগল নই যে রেপ-কে সমর্থন করব…আপনাদের চিকিৎসা দরকার’, ট্রোলারদের পালটা ডোনা সন্দীপের হাজিরাকে ঘিরে বিক্ষোভে উত্তাল আলিপুর আদালত, দেখানো হল হাওয়াই চটি ভিজে ঘাস তুলে মাঠ মেরামতির চেষ্টা ব্যর্থ, ভেস্তে গেল AFG vs NZ ২য় দিনের খেলাও ‘ভিনেশ, পুনিয়াদের নিয়ে কোনও মন্তব্য নয়’ ব্রিজভূষণকে সতর্ক করল বিজেপি দুর্গাপুজোর সময় আন্দোলন–পথসভা করার সিদ্ধান্ত বিজেপির, শহর থেকে গ্রামে চলবে বীরভূমের খোয়াই রক্ষায় কড়া পদক্ষেপ, কাঁটা তার দিয়ে ঘেরার পরিকল্পনা বন বিভাগের

    Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.