বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mamata Banerjee: ‘আমাদের দেশ এবং রাজনীতির জন্য একটি বড় ক্ষতি’ মুলায়মের প্রয়াণে শোক প্রকাশ মমতার

Mamata Banerjee: ‘আমাদের দেশ এবং রাজনীতির জন্য একটি বড় ক্ষতি’ মুলায়মের প্রয়াণে শোক প্রকাশ মমতার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

সোমবার সকালে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব। টুইট বার্তায় সে কথা জানান পুত্র অখিলেশ যাদব। সোমবার সকালে এই দুঃসংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক মহলে।

প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক প্রকাশ করে মমতা বলেন, ‘সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা এবং প্রখ্যাত জাতীয় নেতা মুলায়ম সিং যাদবের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর চলে যাওয়া আমাদের দেশের এবং আমাদের রাজনীতির জন্য একটি বড় ক্ষতি।’

কাঁপিয়েছেন লখনউ-দিল্লি, নিজের ক্যারিশ্মায় পালোয়ানজি থেকে নেতাজি হয়ে ওঠেন মুলায়ম

সোমবার সকালে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব। টুইট বার্তায় সে কথা জানান পুত্র অখিলেশ যাদব। সোমবার সকালে এই দুঃসংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক মহলে। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে সোনিয়া গান্ধী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করে তাঁর পরিবার এবং তাঁর অনুগামীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুলায়ম সিং যাদবের রাজনৈতিক সম্পর্ক একসময় ভালোই ছিল। ২০১২ সালে কংগ্রেস রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী হিসেবে প্রণব মুখোপাধ্যায়ের নাম সামনে এনেছিল। সেই সময় মমতা মুলায়মের সঙ্গে জোট করে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামকেই পছন্দের তালিকায় বেছে নিয়েছিলেন। পরে মুলায়মই মত পাল্টান। কংগ্রেসের পক্ষেই তিনি প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন করেন। এরপরে মমতা অস্বস্তিতে পড়েছিলেন। ফলে মুলায়মের সঙ্গে তার দূরত্ব বেড়েছিল।

বন্ধ করুন