মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু কি না জানি না। কলকাতার শ্যামবাজারে রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিজেপি ধরনা মঞ্চ থেকে এমনই বললেন রাহুল সিনহা। এমনকী রাম নবমীতে হিন্দু - মুসলিম দুপক্ষকেই খুশি রাখতে তিনি ধরনায় বসেছেন বলে দাবি করেন তিনি।
এদিন রাহুলবাবু বলেন, ‘আগামিকাল মমতা ব্যানার্জি রাস্তায় বসলেও আমরা বসছি না। কারণ আমরা তো হিন্দু। ও তো হিন্দু না কী বোঝার উপায় নেই। গতবার পুরীর মন্দিের কী হয়েছিল মনে আছে? যেই মন্দিরের সিঁড়িতে পা দিয়েছে পুরোহিত বলছে, হে ম্যাডাম আর এগোবেন না। এটা হিন্দু মন্দির, মুসলমানের প্রবেশ নিষেধ। সেই কারণে মমতা কখনও মমতাময়ী, কখনো হিজাব পরা মমতা। কখনও বোরখা পরা মমতা। কখনও রোজা রাখা মমতা। ওর ভেল্কি জানা যাবে না। ও হিন্দু কি না জানি না। কিন্তু আমরা হিন্দু। আমরা রামভক্ত’।
এদিন রাহুলবাবু বলেন, রাম নবমীতে ধরনায় বসে মমতা বন্দ্যোপাধ্যায় ধরনায় বসে হিন্দু - মুসলিম দুই সম্প্রদায়কেই খুশি করার চেষ্টা করেছেন। এতে একদিকে যেমন তাঁর বিরুদ্ধে রাম নবমীর মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠবে না তেমনই খুশি হবেন মুসলিমরাও।