প্রবল তাপপ্রবাহে পুড়ছে পশ্চিমবঙ্গসহ পূর্ব ভারতের একাংশ। বিশেষ করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। গত কয়েকদিন ধরে প্রায় সর্বত্রই ৪০এর ঘর পার করছে পারদ। ব্যতিক্রম হল না রবিবারও। ছুটির দিনে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আগুন ঝরল আকাশ থেকে। এক নজরে দেখে নিন রবিবার কোথায় কত ছিল সর্বোচ্চ তাপমাত্রা।
আসানসোল – ৪২.৮ (৫.৯)
বহরমপুর – ৪০.২ (৩.০)
বাঁকুড়া - ৪৪.৫ (৬.১)
বর্ধমান – ৪২.০ (৫.৯)
দিঘা - ৩৬.৪ (৩.৩)
ডায়মন্ড হারবার – ৪০.৩ (৬.১)
আলিপুর – ৪০.৩ (৪.৪)
দমদম – ৪১.৪ (৪.৮)
হাওড়া - ৪০.২ (৫.৮)
বিধাননগর – ৪০.৩
কৃষ্ণনগর – ৪১.২ (৪.৬)
মালদা - ৪১.১ (৬.১)
মেদিনীপুর – ৪২.৫ (৫.১)
মুর্শিদাবাদ – ৪২.৫
পানাগড় - ৪৪
পুরুল্যা - ৪৩.৩ (৪.৫)
বোলপুর – ৪৩.১
তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে, বন্ধনীতে স্বাভাবিকের সঙ্গে ফারাক
রবিবার রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাঁকুড়ায়। সেখানে ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
আরও পড়ুন: মুর্শিদাবাদে রামনবমীতে অশান্তি একাধিক জায়গায়, ১৩ টি মামলার তদন্তভার নিল CID
পড়তে থাকুন: ‘কংগ্রেস ভাল করে লড়াই করুক, পুরো মদত দেব’, মালদা থেকে বিশেষ বার্তা মমতার
পূর্বাভাস বলছে, আগামী সপ্তাহেও তাপপ্রবাহ থেকে রক্ষা পাওয়ার কোনও সম্ভাবনা নেই। অন্তত বুধবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি জারি থাকবে। যার জেরে অপেক্ষাকৃত আরামদায়ক থাকবে সেখানকার আবহাওয়া।
আরও পড়ুন: পরের সপ্তাহে এমন একটা রাজনৈতিক বিস্ফোরণ হবে যে তৃণমূল সামলাতে পারবে না: শুভেন্দু
তাপপ্রবাহ থেকে বাঁচতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঘরের ভিতরে থাকতে বলছেন চিকিৎসকরা। বেশি করে জল ও অন্যান্য পানীয় পানের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারও কোনও শারীরিক সমস্যা দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা।