NDA-র উলটো দিকে INDIA জোট তৈরি করে ইতিমধ্যে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে দেশের বিরোধী দলগুলি। যার মধ্যে অন্যতম তৃণমূল কংগ্রেস। কিন্তু বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা নিয়ে মুখ খোলেনি কোনও জোটশরিকই। তবে প্রায় প্রত্যেকেই নিজেদের নেতাকেই প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছেন। ব্যতিক্রম নয় তৃণমূল কংগ্রেও। মমতাকে প্রধানমন্ত্রীর পদে বসানোর দাবিতে ব্যানার দেখা গিয়েছে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জায়গায়। কিন্তু দেশের কত শতাংশ মানুষ মমকাকে মোদীর প্রতিদ্বন্দী হিসাবে যোগ্য মনে করছেন। এবিপি নিউজ ও সি ভোটারের সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য।
সোমবার যৌথ সমীক্ষার ফল প্রকাশ করেছে এবিপি নিউজ। তাতে জানানো হয়েছে INDIA জোট তৈরির পর ১৮ জুলাই থেকে ১৯ অগাস্ট পর্যন্ত চালানো হয়েছে এই সমীক্ষা। এই সমীক্ষায় প্রধানমন্ত্রী পদে জনপ্রিয়তার নিরিখে বিরোধীদের ১০ গোল গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬২ শতাংশ মানুষ নরেন্দ্র মোদীকেই ফের প্রধানমন্ত্রী দেখতে চেয়েছেন। প্রধানমন্ত্রী হিসাবে দেশবাসীর দ্বিতীয় পছন্দ কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁকে ১৯ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী দেখতে চেয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁকে চেয়েছেন ৫ শতাংশ ভোটার। চতুর্থ স্থানে রয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি পেয়েছেন ২.৮ শতাংশ ভোট। পঞ্চম স্থানে রয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ভাগ্যে জুটেছে মাত্র ২.৭ শতাংশ ভোট।
এর আগে এক সমীক্ষায় মুখ্যমন্ত্রী হিসাবে নিজের রাজ্যে জনপ্রিয়তার নিরিখে প্রথম দশের বাইরে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার এক সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, স্বাধীনতার সময় ২ জন প্রধানমন্ত্রীর দাবিদার ছিলেন, তাই দেশ ২ ভাগ হয়েছিল। এখন তো ২৬ জন দাবিদার।