বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > অষ্টমীর সকালে কুণালের পাড়ার পুজোয় রাজ্যপাল, তৃণমূল নেতার সঙ্গে দিলেন অঞ্জলিও

অষ্টমীর সকালে কুণালের পাড়ার পুজোয় রাজ্যপাল, তৃণমূল নেতার সঙ্গে দিলেন অঞ্জলিও

অঞ্জলি দিচ্ছেন রাজ্যপাল বোস (নিজস্ব চিত্র)

এদিন ধুতি-পাঞ্জাবি পরে মণ্ডপে আসেন রাজ্যপাল। তাঁকে স্বাগত জানান কুণাল ঘোষ। উত্তরীয় পরিয়ে তাঁকে বরণ করা হয়। রাজ্যপালও রাজভবন থেকে আনা উপহার কুণাল এবং ক্লাবের পদাধিকারীদের হাতে তুলে দেন।

অষ্টমীর সকালে অঞ্জলি দিতে উত্তর কলকাতার অন্যতম পুরনো দুর্গাপুজো  রামমোহন সম্মিলনীর মণ্ডপে হাজির হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সুকিয়া স্টিটের এই পুজোটি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাড়ার পুজো। এই পাড়াতেই কুণালের বাড়ি। এই পুজোর সঙ্গে অতোপ্রতো ভাবে জড়িত কুণাল ঘোষ।

এদিন ধুতি-পাঞ্জাবি পরে মণ্ডপে আসেন রাজ্যপাল। তাঁকে স্বাগত জানান কুণাল ঘোষ। উত্তরীয় পরিয়ে তাঁকে বরণ করা হয়। রাজ্যপালও রাজভবন থেকে আনা উপহার কুণাল এবং ক্লাবের পদাধিকারীদের হাতে তুলে দেন। পরে তিনি কণাল ঘোষকে পাশে নিয়ে অষ্টমীর অঞ্জলি দেন। তার পর ঘুরে দেখেন পুজো মণ্ডপটি। রাজপাল মঞ্চে থাকাকালীন তাঁকে রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি বাংলার জল..’ বাজিয়ে শোনানো হয়। সেই সময় রাজ্যপাল-সহ সকলেই উঠে দাঁড়ান। 

রাজ্যপালের এই মণ্ডপে আগমন প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, ‘রাজনৈতিক মতাদর্শগত বৈষম্য রয়েছে একে অপরের মধ্য। তা থাকতেই পারে। রাজনৈতিক ভাবে, আদর্শগত ভাবে কোন বিচ্যুতি দেখা গেলে তার প্রতিবাদ হবে। যদিও ব্যক্তিগত সম্পর্ক সৌজন্যের এর সঙ্গে কোনও সম্পর্ক নেই।’

রাজ্যের রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বার দুর্গাপুজো অংশ নিচ্ছেন রাজ্যপাল। এর আগে ব্যাঙ্ক কর্মী হিসাবে কলকাতায় কাজ করেছেন তিনি। পঞ্চমীর দিন রাজ্যপাল উত্তর এবং দক্ষিণের দুটি পুজো মণ্ডপে যান। অষ্টমীর দিন তিনি এলেন, সবচেয়ে বেশি সমালোচিত হয় যে রাজনৈতিক দলের কাছ থেকে, সেই শাসদকদলের রাজ্য সাধারণ সম্পাদকের পাড়ার পুজো মণ্ডপে। 

এদিন রাজ্যপাল বোস বলেন, ‘সব উৎসবই সমান। বাংলার মানুষ যে উৎসব পালন করছে আমি তার সঙ্গে একাত্ম হতে এসেছি। এই উৎসব সম্প্রীতি, শান্তি এবং বন্ধুত্বের বার্তা বয়ে আনে। আমাদের তাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।’ 

এর আগে ওনামের সময় রাজ্যপাল কুণালকে মিষ্টি এবং উপহার পাঠান। তারই প্রেক্ষিতে দুর্গাপুজোর উপহার দিতে চেয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন কুণাল। রাজ্যপাল বোস তাঁকে রাজভবনে আহ্বান জানান। সেই সময় কুণাল রাজ্যপালকে তাঁর পাড়ায় আসার আমন্ত্রণ জানান। সেই কথা রেখেই অষ্টমীদিন সকালে কুণালের পাড়ায় হাজির রাজ্যপাল। 

বাংলার মুখ খবর

Latest News

‘আমি RSS-র সদস্য ছিলাম’, শেষদিনে 'সাহসের' সঙ্গে বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাহুল গান্ধীর হাতে চীনা সংবিধান? অসমের মুখ্যমন্ত্রীর দাবি বিভ্রান্তিকর এই ৫ খাবারেই কিডনি থাকবে সুস্থ! রক্ত হবে পরিষ্কার পাহাড়ে ভেঙে পড়েছিল ইরানের প্রেসিডেন্টের চপার, দেখুন দুর্ঘটনাস্থলের ছবি IPL 2024: ১৪ ম্যাচে ৯টি জয়, দেখুন কোন পথে লিগ চ্যাম্পিয়ন KKR ‘‌এখন খাওয়ারও সময় পাই না, খাই একবার রাতে’‌, প্রিয় খাবারের কথা জানিয়ে দিলেন মমতা গভীর রাতে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের আশ্রমে হামলা, সন্ন্যাসীদের নিগ্রহের অভিযোগ তন্ময়-রথিজিৎদের কঠিন নজরদারিতে চলছে গ্র্যান্ড অডিশন, কবে থেকে আসছে সারেগামাপা? আগামী আইপিএলে ধোনিকে খেলতে গেলে…কি পরামর্শ দিলেন ছোটবেলার কোচ কেশব চক্রবর্তী জি বাংলা ছেড়ে এবার জলসায় জনপ্রিয় নায়ক, উড়ানে প্রতীকের পাশে থাকছেন হ্যান্ডসাম

Latest IPL News

আগামী আইপিএলে ধোনিকে খেলতে গেলে…কি পরামর্শ দিলেন ছোটবেলার কোচ কেশব চক্রবর্তী এই নিয়ে ৮ বার IPL-এর প্লে-অফে KKR, দেখুন আগের ৭ বার কী ঘটেছিল লিরিক্সের সঙ্গে সরগমের খেল!নয়া আন্দাজে কেকেআরের থিম সং গেয়ে তাক লাগালেন অন্তরা আইপিএলে ডাহা ফেল হার্দিকরা, রোহিতদের সঙ্গে পর্যালোচনায় বসবে মুম্বই ম্যানেজমেন্ট! IPL-এ দুরন্ত পারফরমেন্স,রিজার্ভ ক্রিকেটার হিসেবে অজিদের বিশ্বকাপ দলে ম্যাকগার্ক আমদাবাদে ৪ ISIS জঙ্গিকে গ্রেফতার করল ATS, মঙ্গলবারই আছে KKR-র ম্যাচ 'বরোদার অধিনায়ক বলেছিল দলে তোমার জায়গা নেই,ওর জন্যই আজ আমি এখানে’, বলছেন স্বপনীল SA সিরিজের জন্য WI দল ঘোষণা, IPL 2024-এর কারণে শক্তিশালী দল গড়তে পারেনি উইন্ডিজ হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে পারেনি… PBSK-র ব্যর্থতার কারণ জানালেন সঞ্জয় বাঙ্গার IPL-র স্বার্থে বড় আত্মত্যাগ ক্যারিবিয়ানদের, অধিনায়ককে ছাড়াই নামছে T20 সিরিজে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.