বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > প্রাথমিক শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানে বন্ধ হবে অফলাইন ভর্তি, নির্দেশ নতুন সভাপতির

প্রাথমিক শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানে বন্ধ হবে অফলাইন ভর্তি, নির্দেশ নতুন সভাপতির

গৌতম পাল।

প্রাথমিক শিক্ষা সংসদের আধিকারিকরা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তাঁরা জানান, অনলাইনে ভর্তিপ্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরেও অতিরিক্ত টাকার বিনিময়ে প্রতিষ্ঠানগুলি সারা বছর ছাত্র ভর্তি করতে থাকে।

প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থাগুলির বিরুদ্ধে বেআইনিভাবে ছাত্রভর্তির অভিযোগ উঠল পর্ষদের বৈঠকে। এই নিয়ে প্রতিষ্ঠানগুলিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক শিক্ষা সংসদের নবনিযুক্ত সভাপতি গৌতম পাল। প্রতিষ্ঠানগুলিতে অফলাইন ভর্তি কড়া হাতে নিয়ন্ত্রণ করা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার বিধাননগরে সংসদের সদর দফতরে এক বৈঠকে প্রাথমিক শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অভিযোগ করেন, রেজিস্ট্রেশন নিয়ে বিভিন্ন সমস্যা হচ্ছে। তাছাড়া ছাত্রভর্তির কয়েক মাসের মধ্যেই পরীক্ষা ঘোষণা করে দিচ্ছে সংসদ। যার ফলে ছাত্রছাত্রীরা প্রস্তুতি নেওয়ার সময় পাচ্ছে না।

এর পরই প্রাথমিক শিক্ষা সংসদের আধিকারিকরা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তাঁরা জানান, অনলাইনে ভর্তিপ্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরেও অতিরিক্ত টাকার বিনিময়ে প্রতিষ্ঠানগুলি সারা বছর ছাত্র ভর্তি করতে থাকে। আর সেই তালিকা সময়মতো সংসদে পাঠায় না। যার জেরে রেজিস্ট্রেশনে সমস্যা হয়। এর পর পর্ষদ সভাপতি জানান, অফলাইনে ভর্তির ব্যাপারে কড়া হবে সংসদ।

এছাড়া প্রশ্নফাঁস নিয়েও কড়া ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তিনি। বৈঠকে গৌতমবাবু বলেন, এবার থেকে পরীক্ষার দিন প্রতিটি কেন্দ্রে হাজির থাকবেন সংসদের প্রতিনিধিরা। তারা সই করলেই প্রশ্নপত্রের বান্ডিল খোলা যাবে। তার পর তা বিলি করতে হবে ছাত্রছাত্রীদের মধ্যে।

 

বন্ধ করুন