বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Ration Scam: ক্যুইন্টালে ২০ টাকা, ফিক্সড রেটে নগদে কাটমানি নিতেন বালু, আদালতে জানাল ED

Ration Scam: ক্যুইন্টালে ২০ টাকা, ফিক্সড রেটে নগদে কাটমানি নিতেন বালু, আদালতে জানাল ED

জ্যোতিপ্রিয় মল্লিক (PTI)

ইডি জানিয়েছে পদাধিকারবলে রাজ্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ সংস্থার চেয়ারম্যান ছিলেন জ্যোতিপ্রিয়। সেই পদকে ব্যবহার করে চালকল মালিকদের থেকে কোটি কোটি টাকা কাটামনি তুলেছেন তিনি।

রেশন বণ্টন দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক তথ্য তুলে ধরল ED. ইডির দাবি, পদাধিকার ব্যবহার করে চালকল মালিকদের থেকে নগদে কাটমানি নিতেন জ্যোতিপ্রিয় মল্লিক। কাটমানির দরও ছিল বাঁধা। ক্যুইন্টালপ্রতি ধানে ২০ টাকা পৌঁছে দিতে হত মন্ত্রীর ঘরে।

তদন্তকারীরা আদালতকে জানিয়েছেন, জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাসের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল একটি মেরুন ডায়েরি। সেই ডায়েরির তথ্য বিশ্লেষণ করে জানা গিয়েছে, চালকল মালিকদের থেকে নগদে কাটমানি নিতেন জ্যোতিপ্রিয়। বাকিবুর সেকথা স্বীকার করেছেন। স্বীকার করেছেন বাকিবুরের NPG রাইস মিলের এক আধিকারিকও।

ইডি জানিয়েছে পদাধিকারবলে রাজ্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ সংস্থার চেয়ারম্যান ছিলেন জ্যোতিপ্রিয়। সেই পদকে ব্যবহার করে চালকল মালিকদের থেকে কোটি কোটি টাকা কাটামনি তুলেছেন তিনি।

পরিসংখ্যান বলছে, ২০২২ সালে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের FCIএর সাহায্যে ১ লক্ষ ৫৯ হাজার টন ধান ক্রয় করে। ২০২৩ সালে অক্টোবর পর্যন্ত ধান ক্রয়ের পরিমাণ ছিল ১ লক্ষ ৪৭ হাজার মেট্রিকটন। এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট। কী বিপুল পরিমাণ কাটমানি তুলেছেন জ্যোতিপ্রিয়।

তদন্তকারীদের অনুমান, এই টাকার একটা বড় অংশ শংকর আঢ্যর সংস্থার মাধ্যমে বিদেশে পাচার হয়েছে। এছাড়া দেশে বেনামে বিনিয়োগ হয়েছে সেই টাকা। টাকার উৎস খুঁজতে আপাতত মরিয়া ইডির তদন্তকারীরা।

গত ২৭ অক্টোবর বাড়িতে ম্যারাথন তল্লাশির পর প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ED. তার পর উঠে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য। কী ভাবে বছরের পর বছর গরিবের মুখের গ্রাস কেড়ে নিয়ে দুর্নীতি হয়েছে তা আদালতে জানিয়েছেন আধিকারিকরা।

 

বাংলার মুখ খবর

Latest News

অস্ত্রোপচারের ৪ মাস পর মাঠে ফিরলেন শার্দুল ঠাকুর, ব্যর্থ নজর কাড়তে বাংলাদেশকে হারাতে নেটে বিশেষ অস্ত্রে শান দিলেন রোহিত, ব্যবহার করবেন ম্যাচে? 'মনে হয় আমি প্রমাণ করে দিয়েছি',ODI সিরিজ শুরুর আগে নতুন অধিনায়ককে বার্তা লিয়ামের সন্দীপের পলিগ্রাফে আরও ঘনীভূত রহস্য, ঠিক কী তথ্য গোপন করছেন ধন্ধে সিবিআই কন্যায় সূর্যের প্রবেশে বহু রাশির অর্থভাগ্য তুঙ্গে থাকবে! লাকি কারা? মমতার বিরুদ্ধে কুৎসা যারা করছে, তাদের ঝাঁটা পেটা করার নিদান মালদার TMC নেত্রীর ‘‌দুপক্ষেরই শুভবুদ্ধির উদয় হোক’‌, নম্র আবেদন নির্যাতিতার বাবা–মার সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৪৯ জন মৎসজীবী, হেলিকপ্টার দিয়ে তল্লাশি বিশ্বভারতীর ছাত্রীর রহস্য মৃত্যুতে বেনিয়াপুকুরে গ্রেফতার দুই LIVE: বাসের সামনে ও পিছনে পাইলট কার! কালীঘাটের পথে জুনিয়র ডাক্তাররা, আজ বৈঠক?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.