বাগবাজারের ৭ নম্বর ওয়ার্ড। সেখানকার ১ নম্বর বুথে ইভিএম মেশিনে কালো দাগ থাকার অভিযোগকে কেন্দ্র করে চাপানউতোর তুঙ্গে ওঠে। বিজেপির অভিযোগ ভোটের নামে বিভিন্ন ওয়ার্ডে প্রহসন হচ্ছে। ইভিএম মেশিনে কালো দাগ লাগিয়ে রেখে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হচ্ছিল। এই ঘটনার পেছনে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি বিজেপির। তবে অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। এদিকে এই ইভিএমে কালো দাগ থাকার অভিযোগ কমিশনের কানে পৌঁছায়। দ্রুত সেক্টর অফিসার গিয়ে ইভিএমের উপর থেকে কালো দাগ মুছে দেন।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, ইভিএমের উপর কালো দাগ লাগিয়ে রাখা হয়েছিল। এনিয়ে সেক্টর অফিসারকে আমরা নালিশ জানিয়েছিলাম। তারা ওই দাগ মুছে দিয়েছে। তবে এভাবে ইভিএমে দাগ লাগিয়ে রাখার ঘটনা কোনওভাবেই মানা যায় না। তবে তৃণমূল নেতৃত্ব অভিযোগ মানতে চাননি। বিজেপি নেতৃত্বের অভিযোগ, ভোটের নামে সন্ত্রাস চলছে। সন্ত্রাস করে, কৌশলে পুরবোর্ড দখল করতে চাইছে তৃণমূল। তবে সেক্টর অফিসার তন্ময় গুহ রায়ের দাবি, বয়স্ক মানুষ যখন ভোট দিতে আসেন তখন কোনওভাবে তাঁর হাতের ছাপ ইভিএমে লেগে যাতে পারে। তবে আমরা বিষয়টি জানার পরেই দাগ মুছে দিয়েছি।