বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > হস্টেল খোলার দাবিতে আন্দোলন প্রেসিডেন্সিতে, ক্যাম্পাসেই রাত কাটাচ্ছেন পড়ুয়ারা

হস্টেল খোলার দাবিতে আন্দোলন প্রেসিডেন্সিতে, ক্যাম্পাসেই রাত কাটাচ্ছেন পড়ুয়ারা

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (ছবি সৌজন্য সংগৃহীত)

এই আন্দোলনের জেরে গত মঙ্গলবার ঘেরাও হয়ে থাকেন ডিন অফ স্টুডেন্ট।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আঁচ এসে পড়ল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। হস্টেল খোলার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তাদেরও দাবি একই। যেহেতু এখন সমস্ত স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় খুলে গিয়েছে তাই অবিলম্বে খুলে দিতে হবে হস্টেল। তা না খুললে তাদের পক্ষে বেশি ভাড়া দিয়ে বাইরে থাকা সম্ভব নয়।প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আন্দোলন চলছে টানা ২৯ দিন ধরে। এই আন্দোলনের জেরে গত মঙ্গলবার ঘেরাও হয়ে থাকেন ডিন অফ স্টুডেন্ট। তাঁর অফিসের ঠিক বাইরে বিক্ষোভ অবস্থান-বিক্ষোভ বসেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

২৯ দিন ধরে চলা আন্দোলনে এখন ক্যাম্পাসের মধ্যেই রাত কাটাচ্ছেন পড়ুয়ারা। তাদের অভিযোগ, এক মাসেরও বেশি হল স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয় খুলেছে। তারপরেও হস্টেল খোলার বিষয়ে কোনও উদ্যোগ নিচ্ছে না প্রেসিডেন্সি কর্তৃপক্ষ। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দুটি হস্টেলই বন্ধ রয়েছে। পড়ুয়াদের অভিযোগ, উপাচার্য এখন কলেজ স্ট্রিটের ক্যাম্পাসে আসছেন না। তাই তারা বাধ্য হয়ে ডিনের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে করেন।

তাদের আরও অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও কোনও কাজ হয়নি। স্টুডেন্ট হস্টেল খুলে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরেও সে প্রতিশ্রুতি রাখেননি ডিন। এখন তাদের দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন হুঁশিয়ারি পড়ুয়াদের।

একইভাবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও হস্টেল খোলার দাবিতে লাগাতার আন্দোলন করেছিলেন পড়ুয়ারা। তারা রেজিস্ট্রারকে ঘেরাও করে আটকে রাখেন। পরে অবশ্য পুলিশ তাকে উদ্ধার করে। তবে গতকাল মঙ্গলবার তিনি রেজিস্ট্রার পদ থেকে ইস্তফা দিয়েছেন।

বন্ধ করুন