বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > লেনদেনের হিসাব মেলাতে তাপস মণ্ডলের ২ হিসাবরক্ষককে তলব করল ED

লেনদেনের হিসাব মেলাতে তাপস মণ্ডলের ২ হিসাবরক্ষককে তলব করল ED

তাপস মণ্ডল।

তাপসবাবু প্রথমে দাবি করেন, ডিএলএড কলেজগুলি থেকে অফলাইনে ভর্তি বাবদ ৫,০০০ টাকা করে নিতেন মানিকবাবু। আর অনলাইনে ক্লাস করানোর জন্য মানিকের ছেলের সংস্থায় প্রতি ছাত্রকে দিতে হত ৫০০ টাকা।

প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে এবার মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের ২ হিসাবরক্ষককে তলব করল ইডি। জেরায় মানিকবাবু যে তথ্য দিয়েছেন তা তাঁদের জেরা করে মিলিয়ে নিতে চান ইডির গোয়েন্দারা। তাছাড়া ডিএলএড প্রতিষ্ঠান ও ছাত্রদের থেকে তোলা লক্ষ লক্ষ টাকা কোথায় গেল তাও জানতে চাইবেন গোয়েন্দারা।

নিয়োগ দুর্নীতির তদন্তে মানিক ভট্টাচার্যের গ্রেফতারির পর উঠে আসে তাপস মণ্ডলের নাম। একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার তাপস মণ্ডলই মানিককে টাকা তুলে দিতেন বলে জানা যায়। কী ভাবে কত টাকা তিনি মানিকবাবুকে দিয়েছেন তা জানতে তাপস মণ্ডলকে দফায় দফায় জেরা করেন গোয়েন্দারা। তাতে তাপসবাবু প্রথমে দাবি করেন, ডিএলএড কলেজগুলি থেকে অফলাইনে ভর্তি বাবদ ৫,০০০ টাকা করে নিতেন মানিকবাবু। আর অনলাইনে ক্লাস করানোর জন্য মানিকের ছেলের সংস্থায় প্রতি ছাত্রকে দিতে হত ৫০০ টাকা। লোক পাঠিয়ে নগদে এই টাকা নিয়ে যেতেন মানিকবাবু।

যদিও ২৪ ঘণ্টার মধ্যে বয়ান বদলান তাপস। দাবি করেন, টাকা যেত প্রাথমিক শিক্ষা সংসদে। প্রশ্ন হল, নগদে পাঠানো টাকা কোথায় যেত তা তিনি জানলেন কী করে?

জেরায় তাপসবাবু জানিয়েছেন, তাঁর মহিষবাথানের অফিস থেকে টাকা নিয়ে যেতেন মানিক ভট্টাচার্যের লোক। প্রায় ৫০,০০০ ছাত্রছাত্রীর কাছ থেকে নেওয়া হয়েছে টাকা। কিন্তু কত টাকা মানিকের কাছে এভাবে গিয়েছে সেই হিসাব মেলাতে কালঘাম ছুটেছে তাপসবাবুর। অবশেষে হিসাব মেলাতে ডাক পড়েছে তাঁর ২ হিসাবরক্ষকের। ১০ নভেম্বর তাদের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে। এবার দেখার তাদের জেরা করে কী নতুন তথ্য পায় ইডি।

 

বন্ধ করুন