ইসলামি চরমপন্থী জঙ্গিদের সঙ্গে যুক্ত থাকায় হাওড়ার ২ যুবককে গ্রেফতার করল STF. শুক্রবার রাতে কলকাতার খিদিরপুর থেকে তাদের গ্রেফতার করেন গোয়েন্দারা। এর পর একাধিক ঠিকানায় তল্লাশি চালান তাঁরা। সেখান থেকে ল্যাপটপ নথি সহ উদ্ধার হয়েছে বেশ কিছু সন্দেহজনক নথি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার আফতাবউদ্দিন মুন্সি রোডের বাসিন্দা সাদ্দাম ও গোলাম হোসেন লেনের বাসিন্দা সদ্দাম আহমেদের ওপর বেশ কিছুদিন ধরে নজর রাখছিলেন গোয়েন্দারা। শুক্রবার রাতে দ্বিতীয় হুগলি সেতুতে তাড়া করে তাদের গ্রেফতার করে STF. এর পর সারারাত বেশ কয়েকটি ঠিকানায় তাদের নিয়ে তল্লাশি চালান গোয়েন্দারা। তল্লাশি হয় ধৃতদের বাড়িতে। তল্লাশিতে ল্যাপটপ ও জেহাদি নথি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাবাদ করেন গোয়েন্দারা। ধৃতদের মধ্যে একজন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র বলে জানা গিয়েছে। তারা খিদিরপুরে একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছিল বলে জানা গিয়েছে। ধৃতদের ১৯ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
ধৃতদের সঙ্গে আর কারা যুক্ত তা জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গত বছর হাওড়া থেকে একাধিক ইসলামিক চরমপন্থী জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ।