বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > TMC Message: ‘‌পাইয়ে দেওয়ার কাজ করা যাবে না’‌, কড়া নির্দেশ জারি করল তৃণমূল কংগ্রেস

TMC Message: ‘‌পাইয়ে দেওয়ার কাজ করা যাবে না’‌, কড়া নির্দেশ জারি করল তৃণমূল কংগ্রেস

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (‌ছবি সৌজন্য এএনআই)‌

বেশ কয়েকটি অভিযোগ উঠেছে দলের কর্মীদের বিরুদ্ধে। আবার আবাস যোজনার অধীনে বাড়ি প্রাপকদের তালিকা যাচাই করতে গিয়ে আশা কর্মীরা বাধা পেয়েছেন বলে অভিযোগ। দলীয় নেতা–কর্মীর স্ত্রীর নাম তালিকায় ঢুকে পড়েছে বলেও অভিযোগ উঠেছে। এগুলি বরদাস্ত করতে রাজি নয় রাজ্য সরকার এবং দল।

এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কড়া নির্দেশ দিল তৃণমূল কংগ্রেস। এই নির্দেশ দেওয়া হয়েছে দলীয় কর্মীদের সতর্ক করার জন্য। বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তাই এই কাজে কোনও নাক গলানো যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় কর্মীদের জন্য সরকার এবং দল যেন বিড়ম্বনায় না পড়ে সেটার জন্যই এই নির্দেশ বলে সূত্রের খবর।

ঠিক কী নির্দেশ জারি করা হয়েছে?‌ এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‌দলের পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে এই ব্যাপারে। জনপ্রতিনিধি হিসাবে আপনার সঙ্গে দেখা করতে অনেক মানুষ আসবে। তাদের সুবিধা–অসুবিধা দেখা অবশ্যই আপনার কাজ। কিন্তু প্রশাসনের সিদ্ধান্ত চূড়ান্ত। সেখানে তাঁদের কাজের ব্যাপারে নাক গলানো যাবে না। দৃষ্টি আকর্ষণ করতে পারেন। কিন্তু পাইয়ে দেওয়ার কাজ করা যাবে না। প্রশাসনের নিয়মকানুন আছে। সেই নিয়ম মেনেই তাঁরা এগোচ্ছেন। সমীক্ষা করছেন। ফলে তাদের কাজে বাধা দেওয়া যাবে না। প্রশাসনিক সিদ্ধান্ত চূড়ান্ত।’‌

কেন এমন নির্দেশ দেওয়া হয়েছে?‌ প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে আগেই কড়া অবস্থান নিয়েছে রাজ্য। এই সমীক্ষা করতে গিয়ে কোনও বাধা সৃষ্টি করা যাবে না। জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন মুখ্য সচিব। ওই বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যদি বাধা দেয় তাহলে চরম পদক্ষেপ করা হবে বলে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। ইতিমধ্যেই ৯জন প্রতিনিধিদলের বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। তারপর দলীয় স্তরে এই নির্দেশ স্বচ্ছতা বজায় রাখতে এবং বিতর্ক যেন তৈরি না হয় সেদিকে তাকিয়েই বলে মনে করা হচ্ছে। কোনও দুর্নীতির দাগ লাগাতে চায় না সরকার এবং দল। তাই এই নির্দেশ দেওয়া হয়েছে।

আর কী জানা যাচ্ছে?‌ বেশ কয়েকটি অভিযোগ উঠেছে দলের কর্মীদের বিরুদ্ধে। আবার আবাস যোজনার অধীনে বাড়ি প্রাপকদের তালিকা যাচাই করতে গিয়ে আশা কর্মীরা বাধা পেয়েছেন বলে অভিযোগ। দলীয় নেতা–কর্মীর স্ত্রীর নাম তালিকায় ঢুকে পড়েছে বলেও অভিযোগ উঠেছে। এগুলি বরদাস্ত করতে রাজি নয় রাজ্য সরকার এবং দল। তাই এখন থেকেই কড়া অবস্থান নিয়ে হাঁটতে চাইছে তৃণমূল কংগ্রেস। আবাস প্লাস তথ্য ভাণ্ডারে নথিভুক্তদের নাম বাড়ি বাড়ি যাচাই করে উপভোক্তাদের তালিকা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

বন্ধ করুন